বিবেকানন্দ কলেজে পরীক্ষা দিতে গিয়ে মোটরবাইক চুরি গিয়েছিল রাজ কলেজের এক ছাত্রের। কলেজ কর্তৃপক্ষকেই এ ব্যাপারে দায়িত্ব নিতে হবে, এই দাবি করে সেখানে গিয়ে বিক্ষোভ দেখালেন রাজ কলেজের টিএমসিপি সমর্থকেরা। টিচার্স কাউন্সিলের বৈঠকে ঢুকে তাঁরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেন বলেও অভিযোগ। কলেজ কর্তৃপক্ষ অবশ্য জানিয়ে দেন, বহিরাগতদের মোটরবাইক বা সাইকেলের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। এ ব্যাপারে বিজ্ঞপ্তিও দিয়েছেন তাঁরা।
দর্শন পার্ট ৩ অনার্সের পরীক্ষা দিতে বৃহস্পতিবার বিবেকানন্দ কলেজে যান রাজ কলেজের উদয় বর্মা। তাঁর দাবি, কলেজ থেকেই মোটরবাইক চুরি যায়। রাজ কলেজের টিএমসিপি নেতা সন্তোষে সিংহ, বিজয় পালদের দাবি, “কলেজ কর্তৃপক্ষকেই এই চুরির দায়িত্ব নিতে হবে। পুলিশের কাছে এই মোটরবাইক উদ্ধারে তাঁদেরই সুপারিশ করতে হবে।” টিএমসিপি-র দখলে থাকা রাজ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৃজন কুণ্ডুর বক্তব্য, “মোটরবাইক উদ্ধার না হলে আমরা এক সপ্তাহ পরে ফের আন্দোলন করব।” টিচার্স কাউন্সিলের বৈঠক চলার সময়ে বিক্ষোভকারীরা সেখানে ঢুকে দাবি করেন, মোটরবাইক উদ্ধারে তখনই কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
কলেজের অধ্যক্ষ শিবপ্রসাদ রুদ্র অবশ্য বলেন, “এ ব্যাপারে আমাদের কী করার আছে? আমি ওই পরীক্ষার্থীর হাত দিয়ে অভিযোগপত্র পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছি। যা করার পুলিশই করবে।” বর্ধমান থানার আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায় এ দিন বলেন, “আমরা এখনও কোনও অভিযোগ পাইনি। পেলে তদন্ত হবে।” পুলিশের কাজ কলেজ কর্তৃপক্ষকে করার জন্য চাপ চাপ দেওয়া হচ্ছে কেন, সে প্রশ্নে টিএমসিপি-র জেলা সভাপতি অশোক রুদ্র বলেন, “ঘটনাটি খোঁজ নিচ্ছি। আমাদের যে ছেলেরা বিবেকানন্দ কলেজে গিয়েছিল, তাদের স্পষ্ট জানিয়ে দেব, এই ধরনের অপ্রীতিকর কাজ আমরা সমর্থন করি না।” |