আচমকা আগুন লেগে পুড়ে গেল একটি বাড়ি ও বেশ কয়েকটি খড়ের পালুই। মারা গিয়েছে একটি গরুও। বৃহস্পতিবার বিকালে ফরিদপুর (লাউদোহা) থানার সরপি গ্রামের ঘটনা। আরও তিনটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে দমকলের তিনটি ইঞ্জিন ও গ্রামবাসীদের চেষ্টায় আগুন আয়ত্বে আসে।
দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রথমে একটি মাটির দোতলা বাড়িতে আগুল লাগে। বাড়িটির নীচতলায় ছিল গোয়াল। উপরে থাকতেন তিন ভাই খাঁদু ঘোষ, লক্ষ্মণ ঘোষ ও দুলাল ঘোষ। আগুন ধরে খড়ের চালে। পরে তা ছড়িয়ে পড়ে বাড়ির ভিতরে এবং আশপাশের আরও তিনটি বাড়িতে। |
বাকি গরুগুলি বের করে আনা গেলেও গোয়ালের একটি গরু পুড়ে মারা যায়। পুরো বাড়িটিই ভস্মীভূত হয়ে যায়। আশপাশের বাড়ি তিনটিও আংশিক ভস্মীভূত হয়। ওই বাড়িগুলির পাশেই ছিল ১৮টি খড়ের পালুই। সেগুলিও পুড়ে যায়। পুড়ে যায় একটি ধানের মড়াই।
স্থানীয় বাসিন্দা প্রদীপ রায়চৌধুরী জানান, দমকলে খবর দেওয়ার সঙ্গেসঙ্গে গ্রামবাসীরা আগুন নেভাতে শুরু করেন। কিন্তু আগুনের তীব্রতার কাছে হার মানেন তাঁরা। পরে দমকলের তিনটি ইঞ্জিন এসে ঘন্টা দু’য়েকের চেষ্টায় আগুন আয়ত্বে আনে। কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখছে দমকল। |