নতুন বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগে পুরসভার ছাড়পত্র বাধ্যতামূলক করার অনুরোধ জানাল রানিগঞ্জ পুর কর্তৃপক্ষ। বিদ্যুৎ দফতরের কাছে এ নিয়ে লিখিত আবেদনও জানিয়েছেন তারা। বৃহস্পতিবার রানিগঞ্জের পুরপ্রধান অনুপ মিত্র সাংবাদিক বৈঠকে জানান, রানিগঞ্জ পুর এলাকায় বেশকিছু নতুন নির্মাণ হয়েছে। যারা পুরসভার অনুমোদিত নকশা মেনে কাজ করেনি। এছাড়া বেশ কিছু নির্মাণ বিনা অনুমতিতেই হচ্ছে বলে তাঁর দাবি। তিনি আরও জানান, ৩০ মার্চ বিদ্যুৎ সরবরাহ দফতরের রানিগঞ্জ কার্যালয়ে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়রের কাছে পুরসভার পক্ষে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, অতীতে পুরসভার খাজনার রসিদ দেখেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হতো। তবে বছর দু’য়েক তা হচ্ছে না। ফলে বেশ কিছু অনুমোদিত নকশা বহির্ভূত নির্মাণ বা বিনা অনুমতিতেও নির্মাণ হয়েছে। পুরসভা এই নির্মাণগুলি চিহ্নিত করে ব্যবস্থা নিতে চায়। তাই বিদ্যুৎ দফতরের সাহায্য চাইছেন তারা।
অনুপবাবু বলেন, “বিদ্যুৎ দফতর সহযোগিতা করলে অবৈধ নির্মাণ বন্ধ করা অনেক সহজ হবে।” এদিকে পুরপ্রধানের বৈঠকের পাল্টা সাংবাদিক বৈঠক করলেন তৃণমূলের বিধায়ক সোহরাব আলি। বিধায়ক বলেন, “পুরসভার ক্ষমতা আছে যে কোনও বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার। সদিচ্ছা তাকলে পুর কতৃর্পক্ষ নির্মাণ হওয়ার সময়ই পুর প্রতিনিধি পাঠিয়ে তা আটকাতে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। তা না করে পুরসভা কাজটিকে জটিল করছে। পুরসভার কোনও এক্তিয়ার নেই বিদ্যুৎ সংযোগের জন্য এনওসি দেওয়ার। আমরা বিদ্যুৎ দফতরকে জানিয়ে দিয়েছি, প্রয়োজনীয় যে নথি তাঁরা জমা নিয়ে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে সেভাবেই দিয়ে যাক। আসানসোল বিদ্যুৎ দফতরের এক অধিকর্তা জানান, ১৯৫০ সালের বিদ্যুৎ আইন অনুযায়ী কাউকে বিদ্যুৎ সেংযাগ দেওয়ার অধিকার একমাত্র দফতরের। কেউ তাতে কোনও নির্দেশ বা অনুরোধ করতে পারেন না। তবে বিশেষ ক্ষেত্রে তা চলতে পারে। |