টুকরো খবর
উৎপাদন বন্ধ, বিক্ষোভ খনিতে
আবাসনে বিদ্যুৎ না থাকা, জ্বালানি কয়লা না মেলার অভিযোগে এবং আরও নানা দাবিতে বৃহস্পতিবার ঘন্টা তিনেক উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখালেন খনিকর্মীরা। রানিগঞ্জের জেকে নগর কোলিয়ারি এবং মর্ডান সাতগ্রাম খনিতে আইএনটিটিইউসি অনুমোদিত কেকএসসির নেতৃত্বে এই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা জানান, কিছুদিন আগে কয়লা চুরি আটকাতে গাফিলতির অভিযোগে খনি কর্তৃপক্ষ দু’জন নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ড করেন। কেকেএসসির শাখা সম্পাদক চুনুলাল মিশ্রের দাবি, ওই দু’জনকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করতে হবে। এছাড়া ওই কর্মীদের আরও অভিযোগ, খনিকর্মী আবাসনে দিনে ১০ ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না, দীর্ঘদিন ধরে জ্বালানি কয়লা মিলছে না, আটকে আছে পদোন্নতিও। তবে কোলিয়ারির এজেন্ট এস কুমার জানান, এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিক্ষোভ চলাকালীন মারধর, নালিশ

বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ উঠল এক বেসরকারি নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে। বৃহস্পতিবার আইএনটিটিইউসি অনুমোদিত অল ইসিএল কন্ট্রাক্টর্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ চলাকলীন বাঁকোলা এরিয়ায় মুখ্য নিরাপত্তা কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে। সংগঠনের সভাপতি দুর্গাদাস মজুমদারের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের বকেয়া মিলছে না। ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পিএফের টাকারও হদিস নেই। তিনি জানান, এ সব বিষয়ের প্রতিকার চেয়েই তাঁরা এ দিন এরিয়া কার্যালয়ের চিফ সিকিউরিটি অফিসারের কাছে দাবিপত্র দিতে যান। তাঁদের অভিযোগ, দাবিপত্র দেওয়ার আগেই ওখানে কর্মরত বেসরকারি নিরপত্তা সংস্থার মদতপুষ্ট দুষ্কৃতী গুলাম মুস্তাফা বেশ কয়েকজনকে নিয়ে এসে বিক্ষোভকারীদের গালিগালাজ করে। প্রতিবাদ করলে চড়াও হয়ে মারধর করে বলে তাঁর অভিযোগ। চার জন জখমও হয়েছেন। অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোলাম মুস্তাফা বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।”

মাথা ফাটল ওসি-র
কয়লা মাফিয়াদের দু’টি গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে মাথা ফাটল বারাবনি থানার ওসি-র। ইট, রড ও লাঠির ঘায়ে জখম হলেন আরও দুই পুলিশকর্মী। বৃহস্পতিবার রাতে স্থানীয় কেলেজোড়া গ্রামে ঘটনায় জখম ওসির নাম অসীম মজুমদার। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। অবৈধ খাদানের কয়লা মজুত করা নিয়ে ওই এলাকায় কিছু দিন ধরে ওই দুই গোষ্ঠীর গণ্ডগোল চলছিল। এ দিন রাত ১১টায় পুলিশ গেলে দুষ্কৃতীরা তাঁদের উপর চড়াও হন। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের সন্ধানে রাতে তল্লাশি চলে। ওসির মাথায় সেলাই পড়ে। অন্য দুই পুলিশ কর্মীর মধ্যে একজনের চোখে ও অন্য জনের হাতে আঘাত লাগে।

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার কাঁকসায়
অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। নাম সুদীপ্ত রাজা (২৩)। বাড়ি আউশগ্রামের এড়ালে। বৃহস্পতিবার কাঁকসার রাজবাঁধে পুলিশ একটি বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে। একটি বেসকরকারি সংস্থার কর্মী সুদীপ্তবাবু রাজবাঁধ স্টেশনের পাশে ঘর ভাড়া নিয়ে থাকতেন। এ দিন সেই ঘর থেকেই তাঁর দেহ মেলে।

হারল কান্দি
সিএবি আয়োজিত অনূর্ধ্ব ১৬ আন্তঃ বিদ্যালয় ক্রিকেটে অরবিন্দ এইচএস, মুর্শিদাবাদ। বৃহস্পতিবার আসানসোল স্টেডিয়ামের এই খেলায় তারা মুর্শিদাবাদের কান্দি বিদ্যাপীঠকে ৯ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে কান্দি ৪৮ রান করে। ১ উইকেটে হারিয়ে জয়ের রান তুলে নেয় অরবিন্দ।

জয়ী নতুনডিহি
রেলপাড় ইউনাইটেড ক্লাব আয়োজিত ফুটবলে প্রতিযোগিতায় বিজয়ী হল নতুনডিহি। বৃহস্পতিবারের রেলপাড় পলস্ ক্লাবকে ১-০ গোলে হারায় তারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.