গনিখান চৌধুরী নামাঙ্কিত শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ জানিয়ে আবু নাসের খান চৌধুরী বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে অভিযোগ করেছিলেন রতুয়ার কংগ্রেসের বিধায়ক সমর মুখোপাধ্যায়। এতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হুমকি দিয়েছিলেন জেলা কংগ্রেস সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী। বহিষ্কারের হুমকি দেওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গত মঙ্গলবার রাতে নতুন সার্কিট হাউসে আবু হাসেম খান চৌধুরীর সঙ্গে বিধায়ক সমরবাবুর বৈঠক হয়েছে। এই বৈঠককে ঘিরেই কংগ্রেস মহলে নানা রকম গুঞ্জন শুরু হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী বলেন, “কোনও সংবাদপত্রের কাছে যাতে সমরবাবু আর মুখ না খোলেন তা তাঁকে বলা হয়েছে। উনি দলের নির্দেশ মেনে চলবেন বলে জানিয়েছেন।” আর কংগ্রেস বিধায়ক সমরবাবু জেলা কংগ্রেস সভাপতির কথায় সায় দিয়ে বলেছেন, “আমি এই নিয়ে আর কিছু বলব না। আমার মুখ খোলা বারণ।” গত ১০ মার্চ কংগ্রেস বিধায়ক সমরবাবু জমির গোলমাল, কর্মী নিয়োগ সংক্রান্ত নানা দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগ জানিয়েছিলেন। জেলা কংগ্রেস নেতারা জানিয়েছে, আগামী পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে দুই পক্ষ সংঘাতের রাস্তায় না গিয়ে সমঝোতার পথ বেছে নিয়েছেন বলে অনুমান করা হচ্ছে।
|
বিএসএফ-গ্রামবাসীর মধ্যে গোলমাল ঘিরে উত্তেজনার জেরে শীতলখুচিতে শান্তি বৈঠক করল প্রশাসন। বুধবার দুপুরে শীতলখুচি বিডিও অফিসে ওই বৈঠক হয়। প্রশাসন সূত্রে খবর, পুলিশ-প্রশাসনে আধিকারিকরা ছাড়া বিএসএফ ও গ্রাম প্রতিনিধিরা বৈঠকে ছিলেন। গ্রামবাসীদের পক্ষ থেকে তল্লাশির নামে ছাত্রীদের হেনস্থার ঘটনা বন্ধের দাবি জানানো হয়। অন্য দিকে, বিএসএফের তরফে জালনোট পাচার চক্রের লেনদেন হচ্ছে খবরের ভিত্তিতে মহিলা কনস্টেবল দিয়ে তল্লাশি চালানোর দাবি জানানো হয়। মাথাভাঙার মহকুমা শাসক শশীকান্ত চৌধুরী বলেন, “বৈঠকে দু’পক্ষের বক্তব্য শোনা হয়েছে। এমন গোলমাল এড়াতে দুই পক্ষই রাজি হয়েছে।” গত মঙ্গলবার সন্ধ্যায় তল্লাশির নামে ছাত্রীদের তল্লাশি করেন বিএসএফের মহিলা কনস্টেবলরা। বাড়ি ফিরে ছাত্রীরা তাদের হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ জানায়। ওই ঘটনা ঘিরে পরে বিএসএফ ও বাসিন্দাদের গোলমাল হয়। উভয় পক্ষের বেশ কয়েকজন জখম হন। পঞ্চায়েতের একটি গাড়িও ভাঙচুর হয়। এদিন এলাকায় গিয়ে ঘটনার সম্পর্কে খোঁজ নেন বনমন্ত্রী হিতেন বর্মন।
কাঠ উদ্ধার। লঙ্কাখেত থেকে মাটি খুড়ে চোরাই কাঠ উদ্ধার করলেন বনদফতরের কর্মীরা। বুধবার উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার রামপুর এলাকা থেকে ওই কাঠ উদ্ধার করা হয়। ওই ঘটনায় যুক্ত কাউকে ধরা সম্ভব হয়নি। পুলিশ জানায়, এ দিন গোপন সূত্রে খবর পেয়ে এলাকার এক লঙ্কা খেত থেকে পুলিশ ও বন বিভাগের কর্মীরা কাঠ উদ্ধার করে।
|
তৃণমূলের গোষ্ঠী-গোলমালে প্রায় ৫ ঘণ্টা বেসরকারি বাস পরিষেবা বন্ধ ছিল মাথাভাঙায়। বুধবার ওই ঘটনায় ভোগান্তি চরমে ওঠে নিত্যযাত্রীদের। দলীয় নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ দিন সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত কোনও বেসরকারি বাস মাথাভাঙার রাস্তায় নামেনি। মাথাভাঙা মহকুমার শ্রমিক তৃণমূল কংগ্রেস সভাপতি আলিজার রহমান বলেন, “সংগঠনের তহবিলের হিসাব দাবি করে সংগঠনের সদস্য নয় এমন কিছু লোক চালককে মারধর করে। তবে বেলা ১১টার পরে যান চলাচল স্বাভাবিক হয়।” দলেরই অন্য গোষ্ঠীর অভিযোগ, মারধরের কোনও ঘটনা ঘটেনি। মিথ্যা অভিযোগ তুলে এ দিন বাস পরিষেবা বন্ধ রাখা হয়। তৃণমূল সূত্রে খবর, আলিজার বনমন্ত্রী হিতেন বর্মনের ঘনিষ্ট। তাঁর সঙ্গে দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত নজরুল হক ও তাঁর অনুগামীদের গোলমাল এলাকায় নতুন নয় বলে অভিযোগ। মঙ্গলবার ওই দুই গোষ্ঠীর গোলমালের জেরে নিত্যযাত্রীরা বিপাকে পড়েন। ওই ঘটনায় বিভিন্ন মহরে ক্ষোভের সৃষ্টি হয়। যদিও বনমন্ত্রী বলেন, “বাস বন্ধ রেখে আন্দোলন করে যাত্রীদের দুর্ভোগে ফেলা ঠিক নয়। বিধায়ক ও পুলিশকে সমস্যা মেটাতে বলেছি।” তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এ ঘটনা নিয়ে মুখ খোলেননি।
|
নাবালিকার বিয়ে আটকাল পুলিশ ও চাইল্ড লাইন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বুধবার দুপুরে বালুরঘাট থানার পতিরামের চখাইমোড় এলাকার ঘটনা। এ দিন ১৪ বছরের কিশোরীর সঙ্গে গঙ্গারামপুর থানার পৈতাদিঘি এলাকার ২৫ বছরের এক যুবকের বিয়ে ঠিক হয়। কিশোরীর বাবা গরিব রিকশা ভ্যান চালক ভুল স্বীকার করে পুলিশকে লিখিত ভাবে জানান, ১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেবেন না।
|
খোয়ারডাঙা ১-এর আরএসপির গ্রাম পঞ্চায়েত প্রধান বরদান কুজুর ও কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির খাদ্য উপ সমিতির কর্মাধ্যক্ষ পরিমল বর্মন বুধবার তৃণমূলে এলেন। দল বদলের কারণ হিসাবে তাঁরা উন্নয়নে বাধার অভিযোগ করেন। মঙ্গলবার খোয়ার ডাঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ অঞ্চল কমিটির ৫ সদস্য আরএসপি-তে যোগ দেন।
|
চুরি করতে গিয়ে ধরা পড়ল ধর্ষণে অভিযুক্ত ফেরার আসামী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বালুরঘাট থানার চকভৃগু এলাকায়। ধৃতের নাম মনু মহন্ত। বাড়ি রঘুনাথপুরে চকভৃগুর ব্যবসায়ী সুজন সরকারের বাড়িতে চুরি করতে ঢুকে মনু ধরা পড়ে। এলাকার লোক তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানায়, মনুকে খোঁজা হচ্ছিল। |