তল্লাশি চলছেই
নিজস্ব সংবাদদাতা • সাঁওতালডিহি |
বিসিসিএলের ভোজুডি কোল ওয়াশারিতে বুধবারও তল্লাশি চালালেন সিবিআইয়ের গোয়েন্দারা। কোল ওয়াশারির ওয়েব্রিজে আগে ওজন নেওয়া কয়লা বোঝাই কয়েকটি ট্রাক গোয়েন্দারা এ দিনও অন্যত্র নিয়ে গিয়ে ওজন যাচাই করে দেখেন। সেই সঙ্গে ওয়াশারির কার্যালয়েও কয়লা মজুত সংক্রান্ত নথিপত্র তাঁরা খতিয়ে দেখেন। গোয়েন্দারা অবশ্য সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেননি। বিসিসিএলের সুডামডি জোনের জেনারেল ম্যানেজার এম এন সিংহ বলেন, “সিবিআই দলটি এ দিনও নানা নথি পরীক্ষা করে। আমরা তাঁদের যথাসাধ্য সাহায্য করছি।” ওই ওয়াশারি থেকে ইস্পাত কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে ট্রাকে কয়লা পাঠানোর সময় তাতে বাড়তি কয়লা তুলে দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। যদিও ভজুডি কোল ওয়াশারি কর্তৃপক্ষ তা মানতে চাননি। তবে সেই অভিযোগ পেয়েই সিবিআইয়ের গোয়েন্দারা সোমবার বিকেল থেকে এখানে তল্লাশি শুরু করেছেন। বন্ধ করে দেওয়া হয় ওয়াশারির ওয়েব্রিজও। ওই ওয়েব্রিজে কয়লা মাপার সময় কারচুপি করা হত বলেও অভিযোগ। সূত্রের খবর, এই ক’দিন ধরে ওয়াশারি থেকে বাইরে কয়লা পাঠানোও বন্ধ রাখা হয়েছে। |
গাড়ি উল্টে জখম
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
আত্মীয় বাড়িতে যাওয়ার পথে পিকআপ ভ্যান উল্টে জখম হলেন একই পরিবারের ১২ জন। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে বান্দোয়ান-মানবাজার রাস্তায় খড়িদুয়ারা গ্রামের কাছে। আহতদের প্রথমে বসন্তপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, পরে মানবাজার গ্রামীন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গভীর রাতে আশঙ্কাজনক অবস্থায় চার জনকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়। মানবাজারের হাসপাতালে শুয়ে জখমদের এক জন সাবিত্রী মাঝি বলেন, “আমাদের বাড়ি বোরো থানার মানিকডি গ্রামে। একটি পিকআপ ভ্যানে চড়ে আমরা স্থানীয় বড়াগাড়ি গ্রামে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম। খড়িদুয়ারা সেতুর কাছে হঠাৎ আমাদের গাড়ি রাস্তা ছেড়ে পাশে জমিতে নেমে গিয়ে উল্টে গেল।” |
পরীক্ষা নেওয়ার দাবি
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
অ্যাডমিট কার্ড থাকা সত্ত্বেও যাঁরা প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে পারেননি, তাঁদের পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানাল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। বুধবার ওই সংগঠনের তরফে পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের সম্পাদক অভিযান ভট্টাচার্য বলেন, “নানা অব্যবস্থার জেরে বেশ কিছু পরীক্ষার্থী শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারেননি। তাঁদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।” জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি নীলকমল মাহাতো বলেন, “পরীক্ষা গ্রহণের বিষয়টি আমাদের এক্তিয়ারে নেই। ঊধ্র্তন কর্তৃপক্ষকে জানাব।” |
পুলিশ হেফাজত
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
বড়জোড়ায় যুবক খুনের অভিযোগে ধৃত তিন জনকে ৫ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত। বুধবার তাদের আদালতে তোলা হয়। সোমবার সকালে বড়জোড়ার হাটআশুরিয়ায় দুর্গাপুরের বাসিন্দা বাবুল দাসের (৩৫) গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। |
কাপড়ের দোকানে মিলল এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ। বুধবার সকালে বিষ্ণুপুরের বোলতলা এলাকায় সুবোধ দে (৪৬) নামের ওই ব্যক্তির দেহ পুলিশ উদ্ধার করে। |