বিপিএলে চালের বরাদ্দ কমানো হল জঙ্গলমহলে
ঙ্গলমহলে দরিদ্র মানুষের রেশনে চালের বরাদ্দ কমল। বরাদ্দ কমল অন্ত্যোদয় প্রকল্পেও। চলতি মাস থেকেই বিপিএল গ্রাহকেরা মাথা পিছু ২ টাকা দরে ২ কেজি চালের পরিবর্তে ১ কেজি করে চাল পাবেন। আর অন্ত্যোদয়ে ২ কেজির বদলে মিলবে ১ কেজি ২৫০ গ্রাম চাল।
পশ্চিম মেদিনীপুরের খাদ্য দফতরে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা এসে পৌঁছেছে। তবে জঙ্গলমহলের বাকি দুই জেলা বাঁকুড়া এবং পুরুলিয়ায় এখনও নতুন নির্দেশ আসেনি। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অবশ্য বলেছেন, “আমরা এক ছটাক চালও কম দেওয়ার পক্ষপাতী নই। কেন্দ্র এ জন্য বাড়তি বরাদ্দ দেয়নি। এই পরিস্থিতিতে রাজ্য সরকার প্রয়োজন হলে ভর্তুকি দিয়েও প্রতিশ্রুতি মতো চাল দেবে।”
এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার খাদ্য নিয়ামক পার্থপ্রতিম বলেন, “মানুষকে বোঝাতে তো কিছুটা সময় লাগবেই। সেই সময় সমস্যা হবে বলে আমাদের আশঙ্কা।” ইতিমধ্যে আশঙ্কার কথা জেলাশাসককে লিখিত ভাবে জানিয়েছেন তিনি।
অল বেঙ্গল রেশন ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাপস রায়ের মতে, “হঠাৎ এ ভাবে বরাদ্দ কমিয়ে দিলে আইন শৃঙ্খলার অবনতি তো হবেই। প্রথম ধাক্কাটা আসবে রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটারদের উপরেই। কারণ, সাধারণ মানুষ তো আর সরকারি নির্দেশিকা বোঝে না। বিষয়টি রাজ্য সরকারের সব স্তরেই জানিয়েছি।”
পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া, জঙ্গলমহলের এই তিন জেলায় ২৩টি ব্লক মাওবাদী উপদ্রুত হিসেবে চিহ্নিত। এই সব ব্লকের বাসিন্দাদের রেশনে কম দামে খাদ্যশস্য দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল বাম আমলেই। রাজ্যে নতুন সরকার আসার পর তাঁদের বেশি সুবিধে দেওয়ার কথা ঘোষনা করা হয়। শুধু তফসিলি জাতি-উপজাতিরা নয়, বছরে ৪২ হাজার টাকার কম আয় এমন সাধারণ সম্প্রদায়েরও মানুষকেও এই তালিকায় নিয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রাপ্রবয়স্কদের সপ্তাহে মাথাপিছু ২ টাকা কেজি দরে ২ কেজি চাল ও অপ্রাপ্তবয়স্কদের ২ টাকা কেজি দরে ১ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ একটি পরিবারের প্রাপ্তবয়স্ক মানুষের সংখ্যা ৫ জন হলে সপ্তাহে ২০ টাকার বিনিময়ে ১০ কেজি চাল মিলবে। বিপিএল অন্ত্যোদয় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর এই বিশেষ প্রকল্পের সকলেই এই সুবিধে পেতেন।
নতুন নির্দেশিকায় বিপিএলদের ক্ষেত্রে ইউনিট প্রতি (প্রাপ্তবয়স্ক এক ইউনিট) ২ টাকা দরে ১ কেজি চাল ও অন্ত্যোদয়ের জন্য ২ টাকা কেজি দরে ১ কেজি ২৫০ গ্রাম চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে জঙ্গলমহলের বিশেষ প্রকল্পের আওতাধীন সকলে ইউনিট প্রতি ২ টাকা দরে ২ কেজি চালই পাবেন। চলতি মাস থেকেই এই নির্দেশ কার্যকর হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.