আইপিএল অভিযান শুরুর আগেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে দুঃসংবাদ, প্রথম ম্যাচে খেলতে পারছেন না দলের নির্ভরযোগ্য বোলার লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার ওয়ান ডে সিরিজের শেষে শুরু হওয়া পিঠের ব্যথা কমেনি তাঁর। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে দলের প্রথম ম্যাচে নেই তিনি। ফলে দলের পেস বিভাগে দায়িত্ব মুনাফ পটেল, মিচেল জনসন, নাথান কুলতিয়ে নাইলদের ওপর। বেঙ্গালুরুর ক্রিস গেইল, বিরাট কোহলিদের তাঁরা সামলাতে পারবেন কি না, সেটাই দেখার। মালিঙ্গার অনুপস্থিতি নিয়ে চিন্তিত পন্টিং। বললেন, “ওর না খেলাটা অবশ্যই হতাশাজনক। শুক্রবার ও দলের সঙ্গে যোগ দেবে।” |
দলের প্রথম ম্যাচের আগে সচিন তেন্ডুলকর অবশ্য ফুরফুরে মেজাজে। এক অনুষ্ঠানে গিয়ে বললেন নিজের মনের কথা। জানিয়ে দিলেন, এই যে তাঁকে ক্রিকেট ঈশ্বর বলে ডাকা হয়, সেটা তাঁর পছন্দ নয়। বলেন, “আমি ঈশ্বর নই। আমি অনেক ভুল করি। ঈশ্বরের ভুল হয় না। শততম সেঞ্চুরির পর বরং আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, এই সেঞ্চুরিটা দিতে এত দেরি করলেন কেন? কোন ভুলের সাজা দিয়েছিলেন আমাকে?” অনুষ্ঠানে উপস্থিত ছোট্ট বন্ধুদের উদ্দেশে বলেন, “পড়াশোনা এড়াতেই ক্রিকেট খেলতাম। ভেবেছিলাম, খেলা ও পড়ার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখব। কিন্তু তা কোনও দিনই পারিনি। ক্রিকেটের জন্য বহু রাত না ঘুমিয়ে কাটিয়েছি। এমনকী, অন্ধকারেও ক্রিকেট খেলেছি।” বৃহস্পতিবার সচিন ওপেন করছেন। তবে তাঁর সঙ্গে কে নামবেন, তা এখনও ঠিক করে উঠতে পারেননি পন্টিং। |