|
|
|
|
যুব তৃণমূল সভাপতি পরিবর্তন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর ও দাসপুর |
পঞ্চায়েত নির্বাচনের আগেই ডেবরা ব্লক যুব তৃণমূলের সভাপতি বদল হল। বুধবার ব্লকে তৃণমূলের পঞ্চায়েত রাজ সম্মেলন ছিল। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ তথা যুব তৃণমূলের রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী। তিনিই এ দিন অনিরুদ্ধ দেববর্মণকে ব্লকের যুব সভাপতি হিসাবে ঘোষণা করেন। মিলন পোড়ালিকে সরিয়ে এই দায়িত্ব নিলেন অনিরুদ্ধ।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মিলন পোড়ালি ডেবরার প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি অলোক আচার্যের অনুগামী। এ বার তাঁকে সরিয়ে ডেবরার বিধায়ক রাধাকান্ত মাইতির অনুগামী হিসাবে পরিচির অনিরুদ্ধবাবুকে সভাপতি করা হয়। যদিও দলের এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা কেউ প্রকাশ্যে স্বীকার করতে রাজি হননি। বিধায়ক রাধাকান্ত মাইতি বলেন, “অনিরুদ্ধ দেববর্মণকে নতুন সভাপতি করা হয়েছে।” আর অনিরুদ্ধবাবুর বক্তব্য, “দল যা দায়িত্ব দেবে, পালন করার চেষ্টা করব।” |
|
ডেবরায় শুভেন্দুর সভা। —নিজস্ব চিত্র। |
এ দিন দাসপুর ২ ব্লকেও তৃণমূলের পঞ্চায়েত রাজ সম্মেলনে হাজির ছিলেন শুভেন্দু। বাম-একাধিপত্যের সময়ও পশ্চিম মেদিনীপুরের এই ব্লক তৃণমূলের দখলে ছিল। ফলে, এ বার ব্লকের ১৪টি পঞ্চায়েতের সব কটি দখলে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল। চাঁইপাট সংলগ্ন বেলডাঙা মাঠে আয়োজিত এ দিনের সম্মেলনে শুভেন্দু বলেন, “সরকারের স্বপ্ন সফল করতে শুধু দাসপুর নয়, জেলার সব পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ-দখল করতে হবে। কারণ, দীর্ঘদিন ক্ষমতায় থেকে সিপিএম কোনও উন্নয়ন করেনি, শুধু বঞ্চনা করেছে।” পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট বিচারাধীন হওয়ায় এ দিন ভোটের দিন ও কমিশন নিয়ে শুভেন্দু কোনও মন্তব্য করেননি। তিনি শুধু বলেন, “যে দিনই ভোট হোক, এমনকী কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলেও আমরা প্রস্তুত।” সম্মেলনে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো প্রমুখ। |
|
|
|
|
|