টুকরো খবর |
প্রতিবাদে আজও অবরোধ-অবস্থান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গ্রেফতারের পর পুলিশের জিম্মায় এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদে বুধবার জেলা জুড়ে ধিক্কার মিছিল করল এসএফআই- ডিওয়াইএফ। খড়্গপুর, মেদিনীপুর শহর ছাড়াও জেলার নানা প্রান্তে মিছিল হয়। এ দিন বিকেলে মেদিনীপুর শহরের পঞ্চুরচকে প্রতিবাদ সভারও আয়োজন করা হয়েছিল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফের জেলা সম্পাদক দিলীপ সাউ। দিলীপবাবু বলেন, “ওই মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চাই।” এ দিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বরেও ধিক্কার মিছিল বেরোয়। এসএফআইয়ের জেলা নেতা প্রসেনজিত্ মুদির অভিযোগ, “সর্বত্র অরাজকতা চলছে। গণতন্ত্রের উপর আঘাত আসছে। প্রতিবাদে ছাত্র সমাজ সোচ্চার হয়েছে।” আজ, বৃহস্পতিবার জেলা জুড়ে পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় দুপুর ১২টা থেকে ১২টা ১৫ প্রতীকী অবরোধ হবে। কলেজগুলোর সামনে হবে অবস্থান।
|
রেলকর্মী খুনে ধৃত এক যুবক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রেলকর্মী খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম কে কৃষ্ণা রাও। বাড়ি খড়্গপুর শহরের পুরীগেট এলাকায়। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। বুধবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ধৃতের ১৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ হয়। পুলিশের পক্ষ থেকে টিআই প্যারেডের আবেদন জানানো হয়েছিল। তা মঞ্জুর হয়েছে। কাল, শুক্রবার টিআই প্যারেড হবে। তা রপর ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করতে পারে পুলিশ। রবিবার রাতে গুলি করে খুন করা হয় রেলকর্মী আই রামজিকে। তিনি ওয়ার্কশপের কর্মী ছিলেন। মথুরাকাটিতে রেলের কোয়ার্টারে থাকতেন। রবিবার রাতে যখন বাড়ি ফিরছিলেন, তখনই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ করে গুলি ছোড়ে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তিন জন যুবক একটি মোটর বাইকে এসে ওই রেলকর্মীকে গুলি করে। সব মিলিয়ে ৩-৪ রাউন্ড গুলি চলে। ঘটনাস্থল থেকে কার্তুজের খোলও উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের সঙ্গে ওই রেলকর্মীর পরিচয় ছিল। ব্যক্তিগত শক্রুতা থেকে এই খুন।
|
টাঁকশাল পরিদর্শন
নিজস্ব সংবাদদাতা • শালবনি |
|
বুধবার শালবনির টাঁকশালে এসেছিলেন রাজ্যপাল |
রাজ্যপাল এম কে নারায়ণন বুধবার এখানকার টাঁকশাল পরিদর্শন করেন। প্রশাসন সূত্রে খবর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশেষ আমন্ত্রণেই এ দিন এই টাঁকশাল পরিদর্শনে এসেছিলেন রাজ্যপাল। টাকা ছাপার প্রক্রিয়া দেখা ছাড়াও সংস্থার কর্মী ও আধিকারিকদের সঙ্গে পরিচিত হন তিনি। সফরে সঙ্গে ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত।
|
বিবেকানন্দের মূর্তি শালবনিতে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শালবনি ব্লকের ভাউদি বীণাপাণি ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে বুধবার দিনভর নানা কর্মসূচির আয়োজন ছিল। স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হয়। রক্তদান শিবির, মরণোত্তর দেহদান ও চক্ষুদানের অঙ্গীকার কর্মসূচিও ছিল। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতো, নেপাল সিংহ প্রমুখ। মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের অঙ্গীকার করেন ২১ জন। আর রক্তদান করেন ৪১ জন। কর্মসূচি ঘিরে এলাকায় সাড়া পড়ে। ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, সামাজিক দায়বদ্ধতা থেকেই তাঁদের এই আয়োজন। |
|