|
|
|
|
সিবিআই জুজুতেই সমর্থন, মানছেন মুলায়ম |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
এত দিন যা ছিল বিরোধীদের অভিযোগ, আজ তা প্রকাশ্যে স্বীকার করে নিলেন সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিংহ যাদব। জানিয়ে দিলেন, তাঁর সমর্থন পেতে সিবিআইয়ের অপব্যবহার করেছে কংগ্রেস।
আজ দলীয় সমর্থকদের চাঙ্গা করতে সিবিআই জুজুর বিরুদ্ধেই মুখ খুললেন সপা নেতা মুলায়ম। জানিয়ে দিলেন, কেন্দ্রের সঙ্গে যে নেতাই লড়বেন, তাঁকেই সিবিআইয়ের ঝঞ্ঝাট পোয়াতে হবে।
প্রথম ইউপিএ সরকারের পরমাণু চুক্তি কিংবা বর্তমানে খুচরো ব্যবসায় বিদেশি বিনেয়োগের মতো বিলে মায়াবতী বা মুলায়মের সমর্থন পাওয়ার পিছনে সিবিআই বড় একটি কারণ, তা শুরু থেকেই দাবি করে আসছিল বিজেপি বা বামেরা। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যে ভাল ফল করতে মরিয়া সমাজবাদী পার্টি এখন ধীরে ধীরে কংগ্রেসের সঙ্গে দূরত্ব রচনার পথেই হাঁটছে। সেই কারণেই আজ মুলায়ম এ ভাবে সরাসরি কংগ্রেসের সমালোচনার পথে হেঁটেছেন বলে মনে করা হচ্ছে। মুলায়ম বলেন, “কংগ্রেস ভয় দেখিয়ে সমর্থন আদায় করে। আমি দুঃসময়ে কংগ্রেসকে সমর্থন করেছিলাম। অথচ সেই কংগ্রেসই আমার পিছনে সিবিআই লাগিয়ে দিয়েছিল।” মুলায়মের ওই স্বীকারোক্তির ভিত্তিতে বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেনের বক্তব্য, “বিজেপি বহু দিন ধরেই কংগ্রেসের বিরুদ্ধে ওই অভিযোগ জানিয়ে আসছিল। আজ ভুক্তভোগী মুলায়মের স্বীকারোক্তি আমাদের দাবিকেই প্রতিষ্ঠিত করল।”
বর্তমানে মুলায়মের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলার তদন্ত করছে সিবিআই। ওই মামলায় নাম রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম-পুত্র অখিলেশেরও। ফলে বহু বিষয়ে কংগ্রেসের সঙ্গে বিরোধ হলে ইউপিএকে সমর্থন করতে বাধ্য হচ্ছেন মুলায়মেরা। কংগ্রেস বিরোধিতার কারণে ভোটের আগে তাঁর বা তাঁর পরিবারের বিরুদ্ধে সিবিআই আরও সক্রিয় হবে বলে আশঙ্কা তাঁর। দ্রুত লোকসভা নির্বাচন হবে বলে কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দেন মুলায়ম। |
|
|
|
|
|