|
|
|
|
চাতরা |
পঞ্চায়েত ভবন উড়িয়ে দিল মাওবাদীরা |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
চাতরার ঘটনার প্রতিবাদে ১ তারিখ থেকে বিহার ও ঝাড়খণ্ডে প্রতিরোধ সপ্তাহ পালনের ডাক দিয়েছে মাওবাদীরা। পাশাপাশি তাদের ঘোষণা, এই সপ্তাহের মধ্যেই তারা নাশকতামূলক বিভিন্ন ঘটনা ঘটাবে। কথার সঙ্গে সঙ্গতি রেখেই মঙ্গলবার গভীর রাতে লোহারডাগার একটি দোতলা পঞ্চায়েত ভবন উড়িয়ে দিল মাও জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, সিরাম গ্রামে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। জেলার পুলিশ সুপার জিতেন্দ্র কুমার বলেন, “দু’ মাস আগে ওই বাড়িটিতেই পুলিশের বৈঠক হয়েছিল। গ্রামবাসীদের নিরাপত্তার খাতিরে আপাতত সেখানে পুলিশও মোতায়ন করা হয়েছে।” যদিও সিরামের বাসিন্দাদের দাবি, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এলাকায় পুলিশি টহলদারি চোখে পড়েনি। |
|
বিস্ফোরণের পরে পঞ্চায়েত ভবন। ছবি: প্রশান্ত মিত্র |
দোলের দিন রাতে চাতরার লাকরাবান্দার জঙ্গলে তৃতীয় প্রস্তুতি কমিটির (টিপিসি) জঙ্গিরা দশ মাওবাদী জঙ্গিকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় যে সব মাওবাদীরা মারা যান তাঁদের বেশির ভাগই বিহার ও ঝাড়খণ্ডের শীর্ষ স্থানীয় নেতা। ওই ঘটনার প্রতিশোধ নেওয়া হবে বলে মাওবাদীরা ইতিমধ্যেই ঘোষণা করেছে। আগামী ৬ ও ৭ তারিখ তারা দুই রাজ্যেই বন্ধের ডাক দিয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা পঞ্চায়েত ভবনটির বিভিন্ন কোনায় সিলিণ্ডার বোমা আটকে দিয়েছিল জঙ্গিরা। তারপর দূর থেকে বিস্ফোরণ ঘটানো হয়। যার জেরে দোতলা বাড়িটি কার্যত উড়ে গিয়েছে। গ্রামের মানুষ জানিয়েছেন, গভীর রাতে প্রায় তিন কিলোমিটার পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। জায়গা ছেড়ে যাওয়ার আগে মাওবাদীরা যে সব পোস্টার এলাকায় ছড়িয়ে দিয়ে গেছে তাতে টিপিসি, পিএলএফআই-এর মতো দলছুট জঙ্গি সংগঠনগুলিকে পুলিশের ‘দালাল’ বলে উল্লেখ করা হয়েছে। |
|
|
|
|
|