মেট্রো চ্যানেলে ফের সভা করার অনুমতি পেল না কংগ্রেস।
মঙ্গলবার মেট্রো চ্যানেলেই অবস্থান সমাবেশ করে শাসক দল তৃণমূল। আগামী সোমবার সেখানে সভা করার জন্য কলকাতা পুলিশের কাছে অনুমতির আবেদন জানিয়েছিল প্রদেশ কংগ্রেস। কিন্তু অনুমতি মেলেনি বলে কংগ্রেসের অভিযোগ।
মেট্রো চ্যানেলের বদলে পুলিশ রানি রাসমণি অ্যাভিনিউয়ে সভা করার অনুমতি দিয়েছে বলে বুধবার জানান কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তাঁর বক্তব্য, “সরকারের জনবিরোধী কাজের বিরুদ্ধে সোমবার মেট্রো চ্যানেলে অবস্থান করার জন্য চিঠি দিয়ে প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য কলকাতা পুলিশের অনুমতি চেয়েছিলেন। পুলিশ সেই চিঠি গ্রহণ করতেও অস্বীকার করে। প্রদীপবাবু পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার(সদর) জাভেদ শামিমের সঙ্গেও কথা বলেন। তা-ও অনুমতি মেলেনি।” এর আগেও মেট্রো চ্যানেলে কংগ্রেসকে সভার অনুমতি দেয়নি পুলিশ। সিপিএম, বিজেপিকেও অনুমতি দেওয়া হয়নি।
মেট্রো চ্যানেলে শাসক দল ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলকে সভা করার অনুমতি না দেওয়ার এই ধারবাহিকতাকে চ্যালেঞ্জ করেই রানি রাসমণিতে সোমবার কংগ্রেস সভা করবে বলে মান্নান জানান। তাঁর কথায়, “পুলিশ রানি রাসমণিতে সভা করতে দিলেও সেখানে মাইক ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে। একে চ্যালেঞ্জ করেই কংগ্রেসের সভা হবে।” কয়েক ঘণ্টার নোটিসেও তৃণমূলকে মেট্রো চ্যানেলে পুলিশ সভা করতে দেয় বলে অভিযোগ জানিয়ে মান্নান বলেন, “এটা (মেট্রো চ্যানেল) কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। সরকার ওখানে অন্য রাজনৈতিক দলকে সভা করতে না দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করছে।” |