|
|
|
|
|
|
টুকরো খবর |
বিদেশে পড়তে বিমা |
ভারতের বাইরে বিশ্বের যে কোনও দেশে পড়লে বা তার পরিকল্পনা করলে এইচডিএফসি আর্গো-র বিমা পলিসি কিনতে পারবেন ছাত্রছাত্রীরা। ‘স্টুডেন্ট সুরক্ষা-স্টুডেন্ট ওভারসিজ ট্রাভেল’ নামের বিমার অধীনে বিদেশে হাসপাতালে যেতে হলে, দুর্ঘটনায় মৃত্যু কিংবা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে পড়লে বিমা সুরক্ষা মিলবে। দাঁতের চিকিৎসা খরচও পাওয়া যাবে। সংস্থার দাবি, পাসপোর্ট বা চেক-ইন করা মালপত্র হারিয়ে যাওয়া-সহ অন্যান্য ক্ষেত্রে বিমা সুরক্ষা মিলবে। বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে নথিভুক্ত পড়ুয়ারা এই সুযোগ পাবেন। বয়স হতে হবে ১৬ থেকে ৩৫ বছর। আর বিমার সুযোগ পাওয়া যাবে ৩০ দিন থেকে ২ বছর পর্যন্ত। |
নতুন ট্রাভেল কার্ড |
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে ‘ইনক্রেডিব্ল ইন্ডিয়া ট্রাভেল কার্ড’ এনেছে ইয়েস ব্যাঙ্ক। দেশের বিভিন্ন স্থানে বেড়াতে যেতে কাজে লাগবে এই কার্ড। এক একটি প্রিপেড কার্ডে ৫০,০০০ টাকা পর্যন্ত ভরার ব্যবস্থা থাকবে বলে দাবি ব্যাঙ্কের। এ জন্য পূরণ করতে হবে কেওয়াইসি ফর্ম। |
|
|
|
|
|