কাজে যোগ দেওয়ার ৭১ দিনের মাথায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিকাশ মুখোপাধ্যায়কে সরিয়ে দিলেন উপাচার্য। মঙ্গলবার বিকাশবাবু জায়গায় বিশ্ববিদ্যালয়ের এডুকেশনের অধ্যাপক শ্যামসুন্দর বৈরাগ্যকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে নিয়োগ করেছে। বিকাশ মুখোপাধ্যায় বলেন, “আমাকে অন্যায়ভাবে উপাচার্য সরিয়ে দিয়েছেন। আমি হাইকোর্টে উপাচার্যের বিরুদ্ধে মামলা করব।” গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অচিন্ত্য বিশ্বাস বলেন, “রাজ্যের উচ্চশিক্ষা দফতরের যুগ্ম সচিব মধুমিতা রায়ের চিঠির ভিত্তিতে বিকাশ মুখোপাধ্যায়কে রেজিস্টার পদে কাজে যোগ দিতে কনসিডার করেছিলাম। কিন্তু, বর্তমান কাউন্সিল রেজিস্ট্রারের নিয়োগকে অনুমোদন না দেওয়ায় আজকে বিকাশবাবুকে ওই পদ থেকে সরতে অনুরোধ করেছি।”
|
সোমবার দুপুরে হরিশ্চন্দ্রপুরের দাঙিলা গ্রামে ছাইয়ে আগুন ছড়িয়ে দুই শতাধিকের বেশি ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার পরেও পর্যাপ্ত ত্রাণ না পৌঁছানোয় ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার রাজ্যের পযর্টন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী ও জেলাশাসক গ্রামে যাওয়ার কিছুক্ষণ আগে কিছু ত্রিপল, কম্বল ও জামাকাপড় পৌঁছে দেওয়া হয়। পরিদর্শন করে রাজ্যের পযর্টন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “ক্ষতিগ্রস্তদের দ্রুত রেশন কার্ড ও ভোটার কার্ড তৈরি করে দেওয়া হবে।’’ জেলাশাসক গোদালা কিরণ কুমার বলেন, “ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার কাজ চলছে। ত্রাণের কোনও অভাব না হয় সেদিকে নজর রাখা হয়েছে।”
|
ছোট গাড়ির সঙ্গে বাইকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়। মঙ্গলবার কোচবিহার থানার টাপুরহাটে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম আজাদ হোসেন (১৮)। তাঁর বাড়ি ঘুঘুমারি এলাকায়। ঘটনার পর বেলা ১১ টা থেকে এক ঘণ্টা ক্ষুব্ধ জনতা টাপুরহাটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। গাড়িটি আটক করা হয়েছে। চালক পলাতক। |