দুর্গাপুরের এক কারখানা শ্রমিককে গুলি করে খুন করার অভিযোগে তাঁর তিন বন্ধুকে গ্রেফতার করল বড়জোড়া থানার পুলিশ। সোমবার সকালে বড়জোড়া থানার হাটআশুরিয়ায় একটি পেট্রোলপাম্পের কাছে ওই শ্রমিকের দেহ মেলে। নিহত বাবুল দাস (৩৫) দুর্গাপুরের রঘুনাথপুর এলাকার বাসিন্দা। ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। ধৃতেরা হলেন জয়দেব পাল, মিল্টন দাস ও ঝন্টুু গুহ। বাঁকুড়ার ডিএসপি (প্রশাসন) অম্লান ঘোষের দাবি, “ধৃতেরা আমাদের কাছে জেরায় বাবুলকে খুনের কথা স্বীকার করেছে। খুন করার কারণ জানতে তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা দরকার।” তিনি জানান, আজ বুধবার ধৃতদের বাঁকুড়া আদালতে হাজির করানো হবে। পুলিশ জানায়, বাবুলের মাথায় ও বুকে গুলির ক্ষত রয়েছে। মৃত্যুর কারণ জানতে দেহটি ময়না তদন্তে পাঠানো হয়। দেহটি উদ্ধারের সময় অবশ্য তাঁর পরিচয় জানা যায়নি। সোমবার সন্ধ্যায় নিহতের ভাই বিশ্বনাথ দাস বড়জোড়া থানায় এসে বাবুলের দেহ শনাক্ত করেন। দাদাকে খুন করা হয়েছে বলে তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশের দাবি, বাবুলের মোবাইল পরীক্ষা করে তাঁরা দেখেন, রবিবার রাতে তাঁর ফোন থেকে ওই তিন বন্ধুকে ফোন করা হয়েছিল। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করার পরে গ্রেফতার করে। |
দু’টি দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
অযোধ্যা পাহাড়ের গ্রাম্য রাস্তার পাশে মিলল এক বৃদ্ধের দেহ। পুলিশ জানায়, মৃতের নাম গাধুম মাণ্ডি (৬৫)। বাঘমুণ্ডি থানার ভুঁইঘরা গ্রামে। সোমবার বিকেলে ওই গ্রামের কাছে তাঁর দেহ মেলে। দেহে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। অন্য দিকে, পুরুলিয়ার জয়পুর থানার বাউরি পাড়ার এক যুবকের অপমৃত্যু হয়েছে। মৃতের নাম তুলসি বাউরি (২২) । পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বাড়ির লোকজন তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। তাঁর গলায় দাগ রয়েছে। দেহ দু’টির ময়নাতদন্ত হবে। |