ছাদের চাঙড় ভেঙে মৃত শিশু
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
নির্মীয়মাণ বাড়ির ছাদ ভেঙে মৃত্যু হল এক শিশুর। গুরুতর জখম হয়েছেন মা এবং একজন রাজমিস্ত্রিও। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দলের স্থিরপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৃষ্টি রজক (৭)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দোতলা বাড়িটির ছাদ তৈরি হচ্ছিল। মিস্ত্রিরাও কাজ করছিলেন। বাড়ি নীচে কলে ছেলেকে স্নান করাচ্ছিলেন মা রীতাদেবী। পাশেই ইট গাঁথছিলেন ভুলু শর্মা নামে এক রাজমিস্ত্রি। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির ছাদ। কংক্রিটের চাঙড়ের নীচে চাপা পড়েন তিনজন। স্থানীয় বাসিন্দারাই বিকট শব্দ শুনে ছুটে গিয়ে চাঙড় সরিয়ে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। তিনজনকেই কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান। বাকি দু’জন হাসপাতালে চিকিসাধীন। এই ঘটনায় বাড়িটির নির্মাণে কোথায় ত্রুটি ছিল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান তৃণমূলের অর্জুন সিংহ।
|
দোকানে, স্কুলে চুরি সন্দেশখালিতে
নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি |
পর পর চুরির ঘটনা ঘটল সন্দেশখালির কোড়াকাটিতে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে দুষ্কৃতীরা একটি সোনার দোকান, একটি সার, একটি মুদির দোকান ও একটি স্কুলে লুঠপাঠ চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকার জিনিসপত্র লুঠ করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা নৌকা করে এসে প্রথমে কোড়াকাটি নীলাম্বর বিদ্যাপীঠ থেকে ১৬ হাজার টাকা ও একটি কম্পিউটার চুরি করে বলে অভিযোগ। এরপর তারা হামলা চালায় স্থানীয় ডি কে মিলন বাজারে। সেখানে রমেশ হাউলির সোনার দোকান ও নিত্য মণ্ডলের মুদির দোকানে লুঠপাট চালায়। ব্যবসায়ীদের অভিযোগ, সোনার দোকান থেকে ১২ ভরি সোনা, ২০ ভরি রুপো ও নগদ কয়েক হাজার টাকা ও মুদির দোকান থেকে প্রায় ৫০ হাজার টাকার জিনিসপত্র লুঠ করেছে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। |