টুকরো খবর
শাসকদলে ভাঙনের ইঙ্গিত
রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী খোদ উজ্জ্বল বিশ্বাসের বিধানসভা এলাকাতেই তৃণমূলের ভাঙন ধরতে চলেছে। কৃষ্ণনগর-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মণি ঘোষ, ধুবুলিয়া-১ পঞ্চায়েতের প্রধান চিত্ত পোদ্দার সহ কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা ক্ষেত্রের শাসকদলের একাধিক জন প্রতিনিধি নেতা কর্মী দল ছাড়তে চলেছেন। মঙ্গলবার কৃষ্ণনগরে জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর সিংহের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানালেন মণি ঘোষ-চিত্ত পোদ্দারেরা। মণিবাবু বলেন, “শঙ্কর সিংহের সঙ্গে আমাদের কথা হয়েছে। ঠিক হয়েছে চলতি মাসের ১৪ তারিখে আমরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে নাম লেখাব।” তিনি বলেন, “মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সীমাহীন স্বজনপোষণ ও ঔদ্ধত্যের কথা রাজ্য নেতৃত্বকে একাধিকবার জানিয়েও কোনও কাজ হয় নি। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিলাম।” শাসকদলের এই ভাঙনে যারপরনাই স্বস্তিতে জেলা কংগ্রেস শিবির। দলের জেলা সভাপতি শঙ্কর সিংহ বলেন, “ভুল বুঝতে পেরে ঘরের ছেলে ঘরে ফিরছে। সকলেই ঠাউর করতে পারছেন, তৃণমূলে থাকা সম্ভব নয়। অন্য দিকে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের প্রতিক্রিয়া, “জনগনের থেকে বিচ্ছিন্ন নেতারাই তৃণমূল ছেড়ে কংগ্রেসের ভিড়ছেন। এতে দলের কোনও ক্ষতি হবে না।”

ধৃত ছিনতাইবাজ
এক মহিলার গলার হার ছিনিয়ে নেওয়ার অভিযোগে নবদ্বীপ থানার পুলিশ সঞ্জয় দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগরে। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় নবদ্বীপের জেটি ঘাটে বেলা হালদার নামে এক মহিলার হার ছিনতাই করে ওই ব্যক্তি। স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার তাকে নবদ্বীপ কোর্টে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

চাঁদার জুলুম
চাঁদা দিতে না চাওয়ায় নিগৃহীত হলেন এক ব্যবসায়ী। নাম বিজয় দাস। শান্তিপুরের পাইগাছাপাড়া মোড়ে তার একটি দোকান আছে। মঙ্গলবার সকালে স্থানীয় কয়েকজন যুবক গোপাল পুজোর জন্য তার কাছে চাঁদা চায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজয়বাবু চাঁদা দিতে অস্বীকার করলে বচসা শুরু হয়। ওই ব্যক্তিরা বিজয়বাবুকে মারধর করে ও দোকান ভেঙে দেয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্তরা পলাতক। বিজয়বাবু বলেন, “আমি খুব গরিব। সামান্য আয় থেকে চাঁদার টাকা দেওয়া সম্ভব নয়। এ কথা বললে ওরা আমাকে মারধর করে।”

সশ্রম কারাদণ্ড
মাদক পাচারের দায়ে তেহট্টের বড় নলদার বাসিন্দা হোসেন শেখকে মঙ্গলবার দশ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ (ফাস্ট কোর্ট) এর বিচারক শম্পা দত্ত পাল। পাশাপাশি করা হয়েছে দু’লক্ষ টাকা জরিমানাও। অনাদায়ে বাড়তি দু’বছরের জেল। আদালত সূত্রের খবর, ২০০৮ সালের ৪ মার্চ কালীগঞ্জের মীরাবাজার এলাকা থেকে ১০ কুইণ্টাল ২৫ কেজি পোস্তোর খোসা বোঝাই একটি লরি আটক করে পুলিশ। গাড়ির চালক সালামত শেখ ও পোস্তোর খোসার মালিক হোসেন শেখকে গ্রেফতার করে পুলিশ। সরকার পক্ষের আইনজীবী পরেশ পাল বলেন, “লরির চালককে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।”

ট্রেনে ঝাপ, মৃত্যু
ট্রেনে কাটা পরে মৃত্যু হয়েছে এক মহিলার। নাম আলপনা ঘোষ (২২)। বাড়ি সালারের কোরগ্রাম এলাকায়। পুলিশ জানায়, বছর তিনেক আগে গ্রামেরই এক যুবকের সঙ্গে বিয়ে হয় আলপনাদেবীর। বিয়ের পর থেকেই পরিবারে ঝামেলা লেগেই থাকত। সোমবার রাতে ওই মহিলা বাড়ি ছাড়েন। পরদিন সকালে টেঁয়া-মালিহাটী স্টেশনের মাঝে তাঁর ট্রেনে কাটা দেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার বাবা অজয় শেঠ বলেন, “পারিবারিক অশান্তিতেই মেয়ে আত্মঘাতী হয়েছে।”

অস্ত্র সহ গ্রেফতার
অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল চাপড়া থানার পুলিশ। ধৃত হুমায়ুন শেখ নওদার পাটিকাবাড়ির বাসিন্দা। ওই দুষ্কৃতী দিন কয়েক ধরে চাপড়ার শোনপুকুর এলাকায় থেকে অসামাজিক কাজকর্ম চালাচ্ছিল। সোমবার রাতে পুলিশ এলেমবাজার থেকে তাকে পাকড়াও করে।

প্রতারণায় ধৃত
ভোটের সচিত্র পরিচয়পত্র তৈরি করার নাম করে লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। নাম মিনাজুল শেখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.