সংস্কৃতি যেখানে যেমন...

রবীন্দ্রমেলা
কৃষ্ণনগরের রানিকুঠি লাগোয়া মাঠে গত ২৮ মার্চ শুরু হয়েছে রবীন্দ্রমেলা। চলবে ৩ এপ্রিল পর্যন্ত। বৈশাখি ক্লাব আয়োজিত ওই মেলার প্রথম দিনে রবীন্দ্র বিষয়ক অনুষ্ঠান হয়। দ্বিতীয় দিনের অনুষ্ঠান ছিল কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে। ৩০ মার্চ কবি দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ ও রজনীকান্তকে নিয়ে অনুষ্ঠান পরিবেশন করা হয়। খুদে শিল্পীরা মঞ্চস্থ করে নাটক ‘জুতো আবিষ্কার’। ৩১ মার্চ স্থানীয় শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন। মঞ্চস্থ হয় নাটক ‘খ্যাতির বিড়ম্বনা’। ১ এপ্রিল আধুনিক বাংলাগান পরিবেশন করা হয়। মঙ্গলবার ২ মার্চ পরিবেশন করা হয় বাউলগান ও লোকংসগীত। আজ বুধবার সমাপ্তি সন্ধ্যায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান। এ ছাড়াও অনুষ্ঠান প্রাঙ্গনে রয়েছে বিভিন্ন প্রদশর্নী।

নাট্যোৎসব
মার্চের ২৯ থেকে ৩১ তারিখ অবধি ডোমকলে প্রথম নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। ডোমকল স্পোর্টিং ক্লাব আয়োজিত আব্দুলবারি মুক্তমঞ্চে অনুষ্ঠিত ওই নাট্যমেলোয় মোট ৮টি নাটক মঞ্চস্থ হয়। মঞ্চস্থ হয় রঘুনাথগঞ্জের নাট্যম বলাকার নাটক ‘কাল বা পরশু’, বহরমপুরের যুগাগ্নির নাটক ‘দলছুট’, বহরমপুরের সুহৃদের নাটক ‘কালান্তক লালফিতে’, কান্দির রাখালিয়া গোষ্ঠীর ‘মরা’, ইসলামপুরের তিতাসের নাটক ‘ওটা হাতিয়ার’। এ ছাড়াও ডোমকল হাসপাতালের কর্মীরা মঞ্চস্থ করেন নাটক ‘বক ধার্মিক’। স্থানীয় স্পোর্টিং ক্লাব ও মহমেডান ক্লাব যৌথ ভাবে মঞ্চস্থ করে নাটক ‘অনশন ভঙ্গ’। স্পোর্টিং ক্লাবের খুদে সদস্যরা মঞ্চস্থ করে নাটক ‘স্বরবর্ণ’।

সাহিত্য পাঠ
গত শনিবার বহরমপুর রবীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ জেলা কবিতা অ্যাকাদেমির ১৬২ তম মাসিক সাহিত্য পাঠের আসর। প্রথম পর্বে ৫ জন তরুণ কবির কবিতা ও ৩ জন নবীন গল্পকারের গল্প পাঠ ও তা নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় পর্বে অন্য কবি ও সাহিত্যিকরা নিজেদের লেখা পাঠ করেন। ১০০ জন কবির কবিতা নিয়ে একটি কাব্যগ্রন্থ প্রকাশেরও সিদ্ধান্ত নেওয়া হয় ওই আসর থেকে।

‘উদার আকাশ’
ডোমকল থেকে প্রকাশিত পাক্ষিক পত্রিকা ‘উদার আকাশ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গায়ক কবীর সুমন। পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ বলেন, “গত ২৩ মার্চ কলকাতা প্রেস ক্লাবের ওই অনুষ্ঠানে ‘গভীর সংকটে বাক স্বাধীনতা’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষাবিদ মিরাতুন নাহার, সিনেমা পরিচালক শতরূপা সান্যাল ও কবি অসীম গিরি।”

বসন্ত উৎসব
বসন্তোৎসব। কৃষ্ণনগরে তোলা নিজস্ব চিত্র।
গত ২৭ মার্চ কৃষ্ণনগরের রানিকুঠি সংলগ্ন মাঠে বসন্ত উৎসব পালন করল কৃষ্ণনগরের ‘বসন্ত উৎসব কমিটি’। শান্তিনিকেতেনের অনুকরণে ওই উৎসবে রবীন্দ্রসংগীত, রবীন্দ্রনৃত্য পরিবেশেন করা হয়। ওই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতাওপাঠ করা হয়।

রুদ্রকাল পুরস্কার
গত ২৪ মার্চ কলকাতার জীবনানন্দ সভাগৃহে এক অনুষ্ঠানে গল্পকার নীহারুল ইসলাম ও কবি চপল বিশ্বাসকে ‘রূদ্রকাল পুরস্কার’-এ সম্মানিত করা হয়। নীহারুলের বাড়ি মুর্শিদাবাদের লালগোলায়, আর চপলের বাড়ি নদিয়ার বেথুয়াডহরি। ওই অনুষ্ঠানের আয়োজন করে কলকাতার ‘রূদ্রকাল’ পত্রিকা গোষ্ঠী।

আলোচনাসভা
দোলের দিন বিকালে নিজস্ব সভাগৃহে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের আয়োজনে শ্রী চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চৈতন্যদেবের জীবন প্রসঙ্গে আলোচনা করেন নাট্যব্যক্তিত্ব অজয় চক্রবর্তী। চৈতন্য সংক্রান্ত সংগীত পরিবেশন করেন শিল্পী গোকুল সাহা।

নাট্যদিবস
গত ২৭ মার্চ পাঁচথুপিতে উদযাপন হয় বিশ্ব নাট্যদিবস। পাঁচথুপি উদয়ন নাট্যসংস্থা আয়োজিত ওই অনুষ্ঠানে পরিবেশন করা হয় শ্রুতি নাটক ‘একজন অতিরিক্ত মানুষ’। অনুষ্ঠিত হয় আলোচনাসভা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.