টুকরো খবর
কংগ্রেস কর্মীকে খুনের হুমকি
আসন্ন পঞ্চায়েত ভোটে গ্রাম পঞ্চায়েতের এক বুথে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীকে সামাজিক বয়কট, আর্থিক জরিমানা এমনকী খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পটাশপুর ২ ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকার টুনিয়াপিলা গ্রামে। স্থানীয় বাসিন্দা ও কংগ্রেস কর্মী রতন প্রামাণিক মঙ্গলবার ওই ঘটনায় তৃণমূলের পাঁচ কর্মীর বিরুদ্ধে পটাশপুর থানায় অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। কংগ্রেসের জেলা সহ সভাপতি ভার্গবেন্দ্রনাথ জানা জানান, বুথের সম্ভাব্য প্রার্থী রতন প্রামাণিক-সহ সমর্থকদের নিয়ে সোমবার দলীয় বৈঠক হয়। বৈঠক শেষে নেতারা ফিরে গেলে তৃণমূল সমর্থকরা কংগ্রেসের পতাকা ছিঁড়ে দেন বলে অভিযোগ। প্রার্থী হওয়া তো দূরের কথা এলাকায় দলীয় কোনও কাজ করা যাবে না এমন ফরমানও জারি করে তৃণমূল। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়। ভার্গবেন্দ্রবাবু বলেন, “ ভোটে তৃণমূল হেরে যাওয়ার ভয়েই হুমকি দিচ্ছে।” অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মৃণালকান্তি দাস বলেন, “টুনিয়াপিলা সিপিএমের আমলের সন্ত্রাস কবলিত এলাকা। এখন সেখানে শান্তি ফিরেছে। ভোটের আগে সিপিএম ও কংগ্রেস এলাকা অশান্ত করতে চাইছে।”

সেচের উন্নতিতে পাঁচ কোটির প্রকল্প
ক্ষুদ্র সেচ ও জলসম্পদ উন্নয়ন দফতরের পক্ষ থেকে এগরা ও পটাশপুরের মোট চারটি ব্লকে কৃষিতে সেচ ব্যবস্থার জন্য প্রায় পাঁচ কোটি টাকার গুচ্ছ প্রকল্প অনুমোদিত হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি মামুদ হোসেন জানান, এগরা ১ ব্লকের পূর্বচকদলঅলুয়াঁয়, বর্তনায় ও এগরা ২ ব্লকের মাধবপুরে ৬টির গভীর নলকূপের জন্য ৪৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পটাশপুর ১ ব্লকের ভাদুয়া ও বেলদার মধ্যে ৬টি নলকূপের জন্য ৪৯ লক্ষা টাকা, পটাশপুর ২ ব্লকের ধুসুরদায় ৭টির জন্য ৫৮ লক্ষ, গোয়ালদায় ৫০ লক্ষ, চকবাগারুয়ায় এবং বাগমারিতেও ২৪ লক্ষ টাকার গভীর নলকূপ বসানো হবে।

গাড়ি চালকদের বিক্ষোভ চলছেই
কোলাঘাট তাপবিদ্যুত্‌ কেন্দ্রের সামনে গাড়ি চালকদের অবস্থান বিক্ষোভ চলল মঙ্গলবারও। এ দিনও গাড়ি চালকরা তাপবিদ্যুত্‌ কেন্দ্রের প্রবেশ পথের সামনে অবস্থানে বসেন। অবশ্য তাতে তাপবিদ্যুত্‌ কেন্দ্রের কাজে কোনও ব্যাঘাত হয়নি। ৬ বছরের বেশি পুরনো গাড়ি নেওয়া হবে না--রাজ্য বিদ্যুত্‌ উন্নয়ন নিগমের এই সিদ্ধান্তের জেরে কোলাঘাট তাপ বিদ্যুত্‌কেন্দ্রে চুক্তির ভিত্তিতে নেওয়া ২২টি গাড়ির মধ্যে ১২টি বাতিল হতে বসেছে। এই সব গাড়ির চুক্তি নবীকরণ করেননি তাপবিদ্যুত্‌ কেন্দ্র কর্তৃপক্ষ। চুক্তির পুনর্নবীকরণের দাবিতে সোমবার সকাল থেকে ওই সব গাড়ির চালকরা তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে বিক্ষোভ-অবস্থানে বসেন।

স্মারকলিপি
প্রাথমিক বিদ্যালয়ে পাশ-ফেল প্রথা ও চতুর্থ শ্রেণিতে বৃত্তি পরীক্ষা চালু, শিক্ষক-শিক্ষিকাদের দ্রুত এনসিটিই অনুমোদিত কলেজে প্রশিক্ষণের ব্যবস্থা-সহ নানা দাবিতে বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। মঙ্গলবার দুপুরে তমলুকের নিমতলা মোড়ে শতাধিক শিক্ষক-শিক্ষিকা জড়ো হন। মিছিল করে জেলাশাসকের অফিস হয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।

চাপা পড়ে মৃত্যু
একশো দিনের কাজের প্রকল্পে কর্মরত অবস্থায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক কর্মীর। মৃত ওই কর্মীর নাম নিমাই মাঝি (৬৮)। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে তমলুক থানার খারুই পঞ্চায়েত এলাকায়। এ দিন পুকুর খননের সময় তৃণমূল পঞ্চায়েত সদস্য তাম্রধ্বজ পাঁজার বাড়ি সংলগ্ন গার্ড ওয়াল ভেঙে পড়লে নিমাইবাবু তাঁর নীচে চাপা পড়ে যান। দুর্ঘটনায় তিন জন আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিত্‌সার পর ছেড়ে দেওয়া হয়।

জয়ী কাশিমপুর
ডায়মন্ড কাপ ক্রিকেট প্রতিযোগিতায় ভগবানপুর থানার গোয়ালপুকুরে প্রথম কোয়ার্টার ফাইনালে সোমবার দি কাশিমপুর একাদশ নয় উইকেটে জয়ী হয় খেজুরি একাদশকে হারিয়ে। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় তমলুক ভ্যালেরিয়ান ক্লাব হারিয়ে দেয় সবং পথের সাথী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.