|
|
|
|
আজ প্রতিবাদ দিবস |
টেট-বিক্ষোভ, ধৃত ডিএসও-র ১৭ জন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘টেট’ পরীক্ষায় অব্যবস্থার প্রতিবাদে এসইউসি-র ছাত্র সংগঠন ডিএসওর বিক্ষোভ কর্মসূচি ঘিরে মঙ্গলবার দুপুরে উত্তেজনা ছড়ায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে। সংগঠনের কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশ লাঠিচার্জও করে। ১৭ জন ডিএসও কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়। প্রতিবাদে ফের বিকেলে মেদিনীপুর এলআইসি মোড়ে সভা করে ওই ছাত্র সংগঠন।
প্রাথমিকে শিক্ষক নিয়োগের ‘টেট’ পরীক্ষা ঘিরে গত রবিবার চরম বিশৃঙ্খলা হয়। দুর্ভোগে পড়েন বহু পরীক্ষার্থী। যানজটে আটকে অনেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতেই পারেননি। ওই দিন বিকেলেই পথে নেমেছিল এসইউসি। |
|
পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ডিওসও-র কর্মী-সমর্থকদের । মঙ্গলবার ছবিটি তুলেছেন রামপ্রসাদ সাউ। |
সোমবার সকাল থেকে প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখায় এসএফআই- ডিওয়াইএফ থেকে যুব কংগ্রেস-ছাত্র পরিষদ, বিজেপির যুব মোর্চাও। অনভিপ্রেত ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। মজুত ছিল হ্যান্ড মাইক, কাঁদানে গ্যাসের সেল। মঙ্গলবারও সংসদ অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়। যদিও সোমবারের তুলনায় নামমাত্র। এ দিন ডিএসওর কর্মী-সমর্থকেরা প্রথমে মিছিল করে জেলাশাসকের দফতরের সামনে পৌঁছয়। কালেক্টরেট মোড়ে বিক্ষোভ দেখানো হয়। পরে মিছিল পৌঁছয় সংসদ অফিসে। বিক্ষোভকারীরা অফিসের মধ্যে ঢোকার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে দু’পক্ষের ধস্তাধস্তিও হয়। পরে বাড়তি পুলিশ বাহিনী আসে। এই সময় ফের সংসদে ঢোকার চেষ্টা করেন ডিএসওর কর্মী-সমর্থকেরা। গোলমাল বাধে। পরিস্থিতি সামলাতে পুলিশ সামান্য লাঠিচার্জ করে। ডিএসওর দাবি, বিক্ষোভ শেষে কর্মী-সমর্থকেরা যখন ফিরে আসছিলেন, তখনই পুলিশ ঝাঁপিয়ে পড়ে। লাঠিচার্জ করে। অন্তত ১০ জন জখম হন। সংগঠনের কর্মী দীপক পাত্রকে মেদিনীপুর মেডিক্যালে। ডিএসও-র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মণিশঙ্কর পট্টনায়েক বলেন, “পুলিশি অত্যাচার নামিয়ে প্রশাসন আন্দোলন রুখতে পারবে না। রাজ্য সরকারকে পুনরায় টেট পরীক্ষা নিতে হবে।”
মঙ্গলবারের ঘটনার জেরে আজ, বুধবার ‘প্রতিবাদ দিবস’ পালন করবে ডিএসও। পুলিশের বক্তব্য, সংসদে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা ভিত্তিক শূন্যপদের সংখ্যা ও টেট পরীক্ষার্থীর সংখ্যা ঘোষণা করা, পরীক্ষা পর নিয়োগের তারিখ ঘোষণার দাবিতে এ দিন সংসদে ডেপুটেশন দিয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। |
|
|
|
|
|