ফের সরব এবিজি-র ছাঁটাই শ্রমিকরা |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
এবিজি’র ছাঁটাই শ্রমিক ও হলদিয়া বন্দরের জন্য জমিহারাদের চাকরির দাবিতে এ বার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের অফিসে বিক্ষোভ দেখাল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। মঙ্গলবার তমলুক শহরের হাসপাতাল মোড়ে আইএনটিইউসি-র ডাকে জড়ো হন পণ্য খালাসকারী সংস্থা এবিজি’র ছাঁটাই শ্রমিক ও বন্দরের জন্য জমিহারা পরিবারের সদস্যরা। হলদিয়া-মেচেদা সড়ক ধরে প্রায় ১ কিলোমিটার পথ মিছিল করে গিয়ে জেলা প্রশাসনিক ভবনের সামনে তাঁরা বিক্ষোভ শুরু করেন। বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই বিক্ষোভসভা চলে। |
|
তমলুকে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ। পার্থপ্রতিম দাসের ছবি। |
সভা চলাকালীন জেলাশাসকের অফিসে স্মারকলিপি দেন আইএনটিইউসি নেতৃত্ব। বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিইউসি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামার, পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কণিষ্ক পণ্ডা প্রমুখ। বিক্ষোভ সভায় কামরজ্জামান কামার অভিযোগ করেন, ‘‘হলদিয়া বন্দর থেকে পণ্য খালাসকারী সংস্থা এবিজিকে চলে যেতে বাধ্য করেছে তৃণমূল। পুলিশ-প্রশাসনেরও গাফিলতি রয়েছে। ছাঁটাই হওয়া ৩৪৮ জন শ্রমিকদের চাকরির ব্যবস্থার জন্য জেলা প্রশাসনকে উদ্যোগী হতে হবে। এ ছাড়া হলদিয়া বন্দরে জমি অধিগ্রহণের জেরে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের এক জনকে চাকরির ব্যবস্থা করতে হবে।” কণিষ্ক পণ্ডা বেঙ্গল লিডস্ ২-এর প্রথম দিনে এবিজি-র কাজহারাদের কী ভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল, সে কথা মনে করিয়ে হুঁশিয়ারি দেন, “চাকরির দাবিতে শীঘ্রই হলদিয়া বন্দরের সামনে জমায়েত কর্মসূচি নেওয়া হবে।” |
|