চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের মহাঅধ্যায়ের আর এক পর্বে বুধবার রোনাল্ডো, ওজিল, ইগুয়াইনের রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে চলেছে দ্রোগবা, স্নাইডার, ইলমাজের গালাতাসারে। শনিবার লা লিগায় না খেললেও চোট সারিয়ে দলে ফিরতে পারেন ফাবিও কোয়েন্ত্রাও এবং রাফায়েল ভারানে। তবে ট্রেনিং করলেও এখনই প্রথম দলে ফিরছেন না রিয়াল ও স্পেন অধিনায়ক ইকার কাসিয়াস। তাঁর জায়গায় থাকবেন দিয়েগো লোপেজ।
দলের প্রধান দুই স্ট্রাইকার ইগুয়াইন এবং বেঞ্জিমা ফর্মে না থাকায় কিছুটা হলেও চিন্তিত মোরিনহো। বলেছেন, “এই মরসুমে বেশি গোল না করার জন্যই ভুগেছি আমরা।” সঙ্গে যোগ করেন, “রোনাল্ডো ছাড়া আর কেউই ধারাবাহিক ভাবে গোল করতে পারছে না। আশা করব যাতে বুধবার ছবিটা পাল্টায়।” নিজেদের ঘরের মাঠ বের্নাবৌ-তে রিয়াল শেষ ৩৭ ম্যাচে অপরাজিত। অপর দিকে গালাতাসারের ‘ওয়াইল্ড কার্ড’ হতে চলেছেন মোরিনহোর প্রাক্তন দুই সেনাপতি। চেলসি এবং ইন্টার মিলানে মোরিনহোর সাফল্যের পিছনে প্রধান দুই অস্ত্র ছিলেন দ্রোগবা (চেলসি) ও স্নাইডার (ইন্টার মিলান)। |
রোনাল্ডো-এসিয়েন- কোয়েন্ত্রাও। রিয়াল প্র্যাক্টিসে। ছবি: এএফপি |
ইউরোপিয়ান টুর্নামেন্টে অ্যাওয়ে ম্যাচে ঈর্ষণীয় পরিসংখ্যান গালাতাসারের। শেষ ১৮ ম্যাচে ১০টি জয় পেয়েছে ফাতি তেরিমের দল। এই মরসুমে রোনাল্ডো রিয়াল জার্সিতে ৪৩ গোল করলেও তাঁকে ভয় পেতেও নারাজ তুরস্কর ক্লাবের ডিফেন্ডার সেমিহ কায়া। “রোনাল্ডোকে ভয় পাই না। আমার সর্বশক্তি লাগিয়ে দেব ওকে আটকাতে”, বলছেন কায়া। এমনিতে স্প্যানিশ প্রচারমাধ্যম এই ম্যাচকে ‘ডেভিড বনাম গোলিয়াথ’-এর যতই তকমা দিক, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস কিন্তু অন্য কথা বলছে। এর আগে তিনবার দেখা হয়েছে দু’দলের। যার মধ্যে দু’বার জিতেছে গালাতাসারে। এই মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে ৮ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনাল্ডোর সঙ্গে যুগ্ম ভাবে গালাতাসারের বুরাক ইলমাজ।
অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই মরসুমের দুই কালো ঘোড়া বুন্দেশলিগার বরুসিয়া ডর্টমুন্ড এবং লা লিগার মালাগা। |