ভালদেজের ভুলে জয় হাতছাড়া বার্সার
নিজস্ব প্রতিবেদন |
দু’বার এগিয়ে গিয়েও চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে বেকহ্যাম-ইব্রাহিমোভিচদের বিরুদ্ধে জিতে ফেরা হল না বার্সেলোনার। প্রথমার্ধে দানি আলভেজের থ্রু ধরে দুরন্ত প্লেসিংয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করে দেন প্যারিস সাঁ জাঁ-এর ইব্রাহিমোভিচ। তবে টিভি রিপ্লেতে পরিষ্কার গোল করার সময় অফসাইডে ছিলেন কিন্তু ম্যাচের শেষ লগ্নে ৮৯ মিনিটে পেনাল্টি থেকে বার্সাকে ফের এগিয়ে দেন জাভি হার্নান্ডেজ। |
অ্যাওয়ে ম্যাচে বার্সার জয় যখন নিশ্চিত ঠিক তখনই গোল শোধ প্যারিস সাঁ জাঁ-এর। অতিরিক্ত সময়ে বার্সা গোলকিপার ভালদেজের ভুল কাজে লাগিয়ে ২-২ করেন মাতুইদি। হ্যামস্ট্রিংয়ে চোট লাগায় দ্বিতীয়ার্ধে মাঠে নামেননি লিওনেল মেসি। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখ ঘরের মাঠে ২-০ হারিয়েছে জুভেন্তাসকে। বায়ার্নের হয়ে গোল করেছেন ডেভিড আলাবা এবং থমাস মুলার।
|
মর্গ্যানের কাছে আজ অন্য বদলার ম্যাচ
নিজস্ব প্রতিবেদন |
ছ’বছর আগের বদলা নিতে মুখিয়ে রয়েছেন ট্রেভর জেমস মর্গ্যান!
সিঙ্গাপুরের ক্লাব ট্যাম্পাইনস এফসি’র বিরুদ্ধে কখনও জিততে পারেননি সাহেব কোচ। বছর দু’য়েক সিঙ্গাপুরের সেনকান পানগলে কোচিং করিয়েছিলেন। সে সময় ন’বার ট্যাম্পাইনস এফসি’র মুখোমুখি হন। কিন্তু তাদের এক বারও হারাতে পারেননি। ইস্টবেঙ্গলের কোচ হওয়ার পর এই প্রথম এএফসি কাপের সৌজন্যে ট্যাম্পাইনস এফসি’র মুখোমুখি হবেন মর্গ্যান। বদলার ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে স্মৃতিচারণ করে লাল-হলুদ কোচ স্বীকার করে নেন, “শক্তিশালী প্রতিপক্ষ। সিঙ্গাপুরে যখন কোচিং করাতাম সে সময় ট্যাম্পাইনস এফসির বিরুদ্ধে জিততে পারিনি।” আই লিগের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা ইস্টবেঙ্গল ফুটবলারদের এই মুহূর্তে সমস্যা, টানা ম্যাচ খেলার ক্লান্তি। মর্গ্যানও বলে দেন, “শেষ ২৪ দিনে ছেলেরা ৮টি ম্যাচ খেলেছে। তবে বুধবারর তিন পয়েন্ট পেতেই হবে।” এমনিতে এএফসি কাপে ছন্দে রয়েছে চিডিরা। দু’ম্যাচে পয়েন্ট চার। বুধবার জিতলে প্রি-কোয়ার্টারের লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাবে মর্গ্যান ব্রিগেড। এ দিকে মঙ্গলবার পুণেতে সিঙ্গাপুরেরই ওয়ারিয়র্স এফসি’কে ৩-০ হারিয়েছে চার্চিল ব্রাদার্স। গোল করেছেন ভেলস, বিক্রমজিৎ আর সুনীল ছেত্রী।
|
সিএবি পরিচালিত এস পি হাজরা ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের পুরুলিয়া পর্বের খেলায় জয়ী হল মেদিনীপুর। বাঁকুড়া না আসায় পুরুলিয়া ও মেদিনীপুরের মধ্যে খেলা হয়। মানভূম ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় জানান, পুরুলিয়া হিলভিউ ময়দানে পুরুলিয়ার চ্যাম্পিয়ন ক্লাব প্যাসকো ও মেদিনীপুরের চ্যাম্পিয়ন ক্লাব গীতাঞ্জলি স্পোটিং অ্যাসোসিয়েশনের খেলা হয়। প্রথমে ব্যাট করতে নেমে প্যাসকো ৮৯ রানে অলআউট হয়ে যায়। ব্যাট করতে নেমে গীতাঞ্জলি ৫ উইকেটে জয়ের রান তুলে নেয়।
|
বেণীপুর বান্ধব সমিতি আয়োজিত নরেন্দ্র বসু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল রবিবার। অংশ নেবে ১৬টি দল। |