টুকরো খবর |
বাজার সুরক্ষা নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা |
শহরের কোথাও প্লাস্টিক এবং পলিথিনের ছাউনি দেওয়া দোকান করতে দেওয়া হবে না। মঙ্গলবার মহাকরণে টাস্কফোর্সের এক বৈঠকে এ কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, ওই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য কলকাতার পুর কমিশনার খলিল আহমেদকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন টাস্কফোর্সের বৈঠকে গড়িয়াহাটের এক প্রতিনিধি জানান, গড়িয়াহাট মার্কেটে পলিথিনের ছাউনির ঢালাও ব্যবহার চলছে। তার পরেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন অগ্নিসুরক্ষার কথা ভেবেই পলিথিন ও প্লাস্টিকের ছাউনি ব্যবহার করা যাবে না। পুরসভা ও পুলিশকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলেন তিনি। লেক মার্কেট খোলার ব্যাপারে দ্রুত পদক্ষেপ করতে এ দিন ফের পুর কমিশনারকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জনা পঞ্চাশেক হকার ওই মার্কেটের প্রবেশপথ আগলে থাকায় তা চালু করা যাচ্ছে না। পুর সূত্রের খবর, আগামী নববর্ষের মধ্যেই তা চালু করতে চান মুখ্যমন্ত্রী। ওই হকারদের আর্থিক ক্ষতিপূরণ দিয়ে জায়গাটি ফাঁকা করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। রবীন্দ্রনাথবাবু জানান, বৈঠকে বড়বাজারের নাখোদা মসজিদ ও ক্যানিং স্ট্রিটে আরও দু’টি গভীর নলকূপ বসানোর অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগুন লাগলে জলের জোগানে এ নিয়ে মোট ১২টি গভীর নলকূপ বসানোর সিদ্ধান্ত হল। খুব শীঘ্রই তা বসানো শুরু হবে বলে তিনি জানান। |
স্বামী নেই শুনে দেশে ফিরে স্বামীর পথেই |
পুলিশ অফিসার স্বামীর মৃত্যুর খবর পেয়ে ফ্রান্স থেকে তড়িঘড়ি দেশে ফিরে এসেছিলেন স্ত্রী। কয়েক ঘণ্টার মধ্যেই অস্বাভাবিক মৃত্যু হল তাঁর। পুলিশ জানায়, তপসিয়ার একটি ফ্ল্যাটে মহালয়া রায় (৩৮) নামে ওই মহিলার ঝুলন্ত দেহ পাওয়া যায় মঙ্গলবার সন্ধ্যায়। তিনি রবিবার রাতে পার্ক স্ট্রিটের দুর্ঘটনায় মৃত এসআই প্রবাল রায়ের স্ত্রী। রায় দম্পতির সন্তান নেই। পুলিশের অনুমান, স্বামীর মৃত্যুশোক সহ্য করতে না-পেরে আত্মহত্যা করেছেন মহালয়াদেবী। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, খাওয়াদাওয়া সেরে ফেরার পথেই লরির সঙ্গে প্রবালবাবুদের গাড়ির সংঘর্ষ হয়। মারা যান ট্যাংরা থানার অফিসার প্রবালবাবু ও ধনপতি ঘোষ। আহত হন এক ব্যবসায়ী এবং তিন পুলিশকর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার ময়না-তদন্তের পরে ধনপতিবাবুর দেহ মালদহে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। প্রবালবাবুর দেহ রাখা হয় পিস হাভ্নে। প্রবালবাবুর ঘনিষ্ঠেরা জানান, মহালয়াদেবী ব্যবসা সূত্রে অনেক সময়েই বিদেশে থাকতেন। দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে তিনি ফিরে আসেন। কাশী মিত্র ঘাটে স্বামীর শেষকৃত্যের পরে বিকেলে ঘরে ফিরে দরজা বন্ধ করে দেন। বেশ কিছু ক্ষণ পরে পড়শিদের সন্দেহ হওয়ায় ডাকাডাকি শুরু হয়। সাড়া না-মেলায় ভাঙা হয় দরজা। এক প্রত্যক্ষদর্শী জানান, সিলিং ফ্যান থেকে ওড়নার ফাঁসে ঝুলছিলেন ওই মহিলা। নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই নার্সিংহোমে যান পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ। প্রবালবাবুর বন্ধু-সহকর্মীরা যান তপসিয়ার বাড়িতে।
পুরনো খবর: দুর্ঘটনায় ব্যবসায়ীর গাড়ি, সঙ্গী পুলিশ
|
সিগন্যাল বিগড়ে ফের গোলমাল মেট্রোয় |
রেকগুলিতে তো বটেই, এ বার সিগন্যাল ব্যবস্থাতেও মাঝে মধ্যে গোলমাল হওয়ায় বিপর্যস্ত হচ্ছে মেট্রো চলাচল। যাত্রীদের বক্তব্য, মাসের মধ্যে প্রায় ১৫ দিনই কোথাও না কোথাও যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। আর তাতেই কিছুক্ষণ করে মেট্রো আটকে যাচ্ছে। মঙ্গলবার সকালেও সিগন্যাল ব্যবস্থায় গোলমালের কারণে পরিষেবা বিঘ্নিত হয়। প্রায় আধ ঘণ্টা ধরে গোলমাল চলার পরে সকাল সাড়ে ১০টার পরে মেট্রো আবার স্বাভাবিক ছন্দে ফেরে। মেট্রো সূত্রে খবর, সকাল ১০টা নাগাদ শহিদ ক্ষুদিরাম স্টেশনে একটি সিগন্যালে গোলমাল দেখা দেয়। |
দুর্ভোগ
সিগন্যালে বিভ্রাটের জেরে মেট্রো চলাচলে দেরি। |
এর জেরে হাতে লিখে মোটরম্যানকে সিগন্যালের ছাড়পত্র (পেপার সিগন্যাল) দেওয়া হচ্ছিল। তাতেই প্রতিটি ট্রেনের ২-৪ মিনিট করে দেরি হয়। তবে কোনও ট্রেন বাতিল হয়নি। নিত্যই কেন এমন গোলমাল? যাত্রীদের বক্তব্য, মেট্রোয় মেরামতির হাল খুব খারাপ হয়ে পড়েছে। তাই এই অবস্থা। যাত্রীদের এই অভিযোগ অবশ্য মানতে চাননি মেট্রোকর্তারা। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ বলেন, “সিগন্যাল ব্যবস্থায় কিছু পরিবর্তন করা হচ্ছে। তাই এই গোলমাল।” |
শ্লীলতাহানি, ধৃত ব্যবসায়ী |
ভবানীপুরের এক ব্যবসায়ীর গাড়ি ও টাকা ছিনতাই এবং তাঁর বান্ধবীকে কটূক্তি করার অভিযোগে অন্য এক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ধৃতের নাম বব্বল সিংহ গ্রেওয়াল। তাঁর বাড়িও ভবানীপুরে। ওই এলাকা থেকেই মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা আছে। মিন্টো পার্কের কাছে ছিনতাই ও অশালীন আচরণের ঘটনা ঘটে রবিবার রাত ১টা নাগাদ। পুলিশ জানায়, শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাসিন্দা গুরপ্রীত সিংহ রবিবার গভীর রাতে এজেসি বোস রোড ধরে গাড়িতে বেকবাগানের দিকে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন বান্ধবী। মিন্টো পার্কের কাছে এক দল দুষ্কৃতী তাঁদের গাড়ি থামায়। গুরপ্রীত পুলিশকে জানিয়েছেন, দুষ্কৃতীরা ওই মহিলাকে কটূক্তি করে এবং গাড়িতে রাখা সাত হাজার টাকা ছিনিয়ে নিয়ে গাড়ি-সমেত চম্পট দেয়। মিন্টো পার্কের উল্টো দিকে শেক্সপিয়র সরণি থানার কিয়স্কের ১০০ মিটারের মধ্যে ঘটনাটি ঘটলেও কিয়স্কে থাকা পুলিশ সেই সময় কী করছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আশুতোষ মুখার্জি রোডের বাসিন্দা বব্বলের কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন গুরপ্রীত। সেই জন্য বব্বলের কাছে ৬৫ হাজারেরও বেশি ধার ছিল তাঁর। বব্বলের দাবি, তিনি একাধিক বার গুরপ্রীতকে ওই টাকা শোধ করে দিতে বলেন। কিন্তু নানা অজুহাতে গুরপ্রীত টালবাহানা করছিলেন বলে অভিযোগ। পুলিশের সন্দেহ, গোটা ঘটনার পিছনে কাজ করেছে ব্যবসায়িক গণ্ডগোলই।
|
পালাতে গিয়ে ধৃত |
গায়ে বিষ্ঠা মেখেও পুলিশের নাগাল এড়াতে পারল না চুরির ঘটনায় দুই অভিযুক্ত। সোমবার, কসবার সাঁপুইপাড়ায়। পুলিশ জানায়, কয়েকটি চুরিতে জড়িত থাকার অভিযোগে তপসিয়া থেকে শেখ কাল্লু ও অসিত গোম্স নামে ওই দু’জনকে ধরে গরফা থানার পুলিশ। গাড়িতে নিয়ে যাওয়ার সময়ে মলত্যাগ করার কথা জানায় কাল্লু ও অসিত। প্রাকৃতিক কর্ম সারতে বসে পড়ে নদর্মার ধারেই। আচমকাই তারা গায়ে বিষ্ঠা মেখে পালাতে চেষ্টা করে। গরফা থানার এক অফিসার তৎপর হয়ে ঝাঁপিয়ে পড়ায় সেই চেষ্টা বিফলে যায় কাল্লু-অসিতের।
|
বিদ্যুৎহীন সল্টলেক |
ট্রান্সমিশন লাইনে যান্ত্রিক ত্রুটির জেরে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা থেকে আধ ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে থাকল গোটা সল্টলেক। যুবভারতীতে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতির সময়ে বিদ্যুৎ চলে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন সংগঠকেরা। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা সূত্রে খবর, কসবা সাবস্টেশন থেকে যে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে সল্টলেকে বিদ্যুৎ আসে, সেখানে যান্ত্রিক ত্রুটির জেরে এই বিপত্তি।
|
জলে ডুবে মৃত্যু দুই কিশোরের |
গঙ্গায় স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল এক কিশোরের। মঙ্গলবার, উত্তর বন্দর থানার নাথেরবাগান ঘাটে। মৃত শুভজিৎ হাজরার (১৫) বাড়ি জোড়াবাগানে। পুলিশ জানায়, স্থানীয়রাই শুভজিৎকে জল থেকে উদ্ধার করেন। এ দিনই টিটাগড়ের তালপুকুরে পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হয় বিরজু দাস (১৫) নামে এক কিশোরের।
|
মুন্নাকে শনাক্ত করতে প্যারেড |
গার্ডেনরিচে পুলিশ অফিসার খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূলের বরো চেয়ারম্যান মহম্মদ ইকবাল ওরফে মুন্নাকে শনাক্ত করার জন্য ‘টেস্ট আইডেন্টিফিকেশন’ (টিআই) প্যারেড হবে ৯ এপ্রিল। সিআইডি-র আবেদনের প্রেক্ষিতে আলিপুর আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মঙ্গলবার এই নির্দেশ দেন। মুন্না প্রেসিডেন্সি জেলে আছেন। সেখানেই টিআই প্যারেড হবে। তবে ঘটনার দিন উপস্থিত পুলিশকর্মীরা ছাড়া সাধারণ কোনও মানুষকে সাক্ষী হিসেবে জোগাড় করতে পারেনি সিআইডি। গত ১২ ফেব্রুয়ারি গার্ডেনরিচে এসআই তাপস চৌধুরী গুলিতে মারা যান। ৭ মার্চ বিহারের ডেহরি-অন-শোন স্টেশন থেকে মুন্নাকে গ্রেফতার করা হয়।
|
বেতনের দাবি |
|
—নিজস্ব চিত্র |
আইপিএল উদ্বোধনের দিন কলকাতা বিমানবন্দরের সামনে বকেয়া দশ মাসের বেতনের দাবিতে মোমবাতি মিছিল করলেন কিংফিশার বিমানসংস্থার কর্মীরা। সল্টলেক স্টেডিয়ামের সামনে মিছিল করার অনুমতি চেয়ে তাঁরা পাননি। কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই থেকে সংস্থার কর্মীরা এসেছিলেন। এ দিনই কর্মীদের বকেয়া দু’মাসের বেতন দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে। বিক্ষোভ দেখানোর পরে সেই বেতন পেয়েছেন কর্মীরা। বুধবার শ্রম কমিশনারের দফতরে যাবেন বলে জানিয়েছেন কর্মীরা। |
|