‘দেরিতে’ আসায় ৬ জন শিক্ষককে স্কুলেই ঢুকতে দিলেন না স্কুল পরিচালন সমিতি ও অভিভাবকদের একাংশ। খয়রাশোলের লোকপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। পরিচালন সমিতি ও অভিভাবকদের অভিযোগ, ২৩০০ ছাত্রছাত্রী রয়েছে এই স্কুলে। সেই তুলনায় শিক্ষকদের সংখ্যা এমনিতেই কম। অথচ নিয়মিত দেরি করে স্কুলে আসেন বেশ কয়েকজন শিক্ষক। পরিচালন সমিতির সম্পাদক নীলকান্তরায়, আভিভাবক প্রদীপ গড়াইদের অভিযোগ, “যেখানে সাড়ে দশটার মধ্যে শিক্ষকদের এসে যাওযার কথা, সেখানে ১১টার পরে আসছেন শিক্ষকেরা। বিষযটি টিচার ইন চার্জকে জানিয়েও লাভ হয়নি। মঙ্গলবারও একই দৃশ্য। তাই তাঁদেরকে আটকানো হয়।” শিক্ষকদের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। টিচার ইনচার্জ মহম্মদ হোসেন বলেন, “বাইরে আছি। যে-টুকু জেনেছি, ১০টা ৪০মিনিটে ওই শিক্ষকেরা এসেও স্কুলে ঢুকতে পারেননি। আখেরে পড়ুয়াদেরই ক্ষতি হল। যদি পরিচালন সমিতির কোনও অভিযোগ থাকত, তা হলে আগে আমাকে তাঁরা বলতেই পারতেন। কিন্তু এক্ষেত্রে তা হয়নি।”
|
রাতে মাঠের কাজ করতে গিয়ে খুন হলেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, নিহতের নাম খাঁদু খান (৪৫)। তাঁর বাড়ি নানুরের খুজুটিপাড়া এলাকায়। মঙ্গলবার ভোরে এলাকার একটি পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখা যায়। এ দিনই নানুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন নিহতের স্ত্রী জীবনন্নেসা বিবি। তাঁর দাবি, “আমার স্বামী অন্যান্য দিনের সোমবার রাত ৯টা নাগাদ স্থানীয় এক ব্যক্তির সাব মার্সিবল চালাতে গিয়েছিলেন। পরের দিন সকালে তাঁর দেহ উদ্ধার হল। আমার স্বামীকে খুন করা হয়েছে।” নিহতের মুখে আঘাতের চিহ্ন মিলেছে বলেও তাঁর দাবি। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে।
|
নকল চালান দেখিয়ে কয়লা পাচারের অভিযোগে তিনটি ট্রাক আটক করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে তার তিন চালককেও। মঙ্গলবার মোরগ্রাম-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে, মহম্মদবাজার থানার খয়ড়াকুড়ির কাছে পুলিশ তাদের আটক করে। পুলিশের দাবি, দুবরাজপুর থেকে রামপুরহাটের দিকে যাওয়া ওই ট্রাকগুলি যে চালান দেখিয়েছে তা নকল। আজ, বুধবার ধৃতদের সিউড়ি আদালতে হাজির করানো হবে।
|
ছেলের বিরুদ্ধে বাড়িতে আগুন লাগানোর অভিযোগ করলেন এক বৃদ্ধা মা। সোমবার সাঁইথিয়ার ১২ নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার ঘটনা। অভিযোগকারিণী চন্দনা সিংহের দাবি, “নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। বাড়িতে ছেলে ছিল। ফিরে দেখি বাড়িতে আগুন লাগিয়ে ছেলে পালিয়েছে।” পুলিশ তদন্ত শুরু করেছে।
|
প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষায় রাজ্য জুড়ে অব্যবস্থার প্রতিবাদে সভা করল ডিওয়াইএফ-এর রামপুরহাট শাখা। মঙ্গলবার বিকেলে রামপুরহাট-পাঁচমাথা মোড়ে হওয়া ওই সভায় সংগঠনের বক্তারা দাবি করেন, পরীক্ষার নামে যুবক-যুবতীদের হয়রানি করা হয়েছে। |