খেলার টুকরো খবর

রঘুনাথপুরে ক্রিকেট
বিষ্ণুপুরে ক্রিকেট। —নিজস্ব চিত্র।
রঘুনাথপুর মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত পারুল বন্দ্যোপাধ্যায় স্মৃতি প্রথম ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সাঁওতালডিহি মিলন সঙ্ঘ। ফাইনালে তারা রঘুনাথপুরের শাঁকা একাদশকে হারায়। গত ২২ ডিসেম্বর রঘুনাথপুরের ‘এটিম’ ময়দানে প্রথম ডিভিশনের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছিল। মহকুমার ২০টি দল যোগ দিয়েছিল। ফাইনালে মিলন সঙ্ঘ করে ১৬৩ রান। শাঁকা ৮৪ রানে অল আউট হয়ে যায়। অন্য দিকে, মহকুমা ক্রীড়া সংস্থারই পরিচালনায় রানাপ্রতাপ সেনগুপ্ত স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে নিতুড়িয়ার পারবেলিয়ার সুচেতনা ক্লাব। ফাইনালে তারা ৩২ রানে হারায় নিতুড়িয়ারই নাড়াগড়িয়া ক্রিকেট অ্যাকাডেমিকে।

চ্যাম্পিয়ন প্যাসকো
পুরুলিয়া ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশন আয়োজিত টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল প্যাসকো। রবিবার পুরুলিয়া হিলভিউ ময়দানে ফাইনাল ম্যাচে তাঁরা পুরুলিয়ার দুলমি গ্রিন অ্যাসোসিয়েশনকে তিন উইকেটে পরাজিত করে। প্রথমে ব্যাট করে দুলমি গ্রিন অ্যাসোসিয়েশন ১৩৭ রানে অলআউট হয়ে যায়। তাঁদের পক্ষে সৌমেন চন্দ্র ৩৯ রান করেন। প্যাসকোর হয়ে বিরজু কর্মকার ১৬ রান দিয়ে ৪টি ও অনুপ ভার্মা ৩০ রান দিয়ে ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে প্যাসকো ১৮ ওভারেই ৭ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে জিতে যায়। প্যাসকোর পক্ষে অনুপ ভার্মা ৩৮ রান ও বিরজু কর্মকার ২৯ রান করেন। ম্যান অব দ্য ম্যাচের সম্মান পান বিরজু কর্মকার। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের সম্মান পেয়েছেন সৌমেন চন্দ্র।

কেন্দায় ফুটবল
প্রয়াত মন্ত্রী সীতারাম মাহাতোর ৮২তম জন্মদিবস উপলক্ষে সোমবার কেন্দা থানার কুড়ুকতোপা গ্রামে দিনভর ফুটবল প্রতিযোগিতা হল। আয়োজক সংস্থা পল্লি সেবা সঙ্ঘের সম্পাদক নিয়তি মাহাতো জানান, ১০টি দল যোগ দিয়েছিল। চূড়ান্ত ম্যাচে বামুনগোড়া ফুটবল দল আমাকোচা ফুটবল দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে।

জয়ী রসিকগঞ্জ
বিএসএ-র সুপার ডিভিশন প্রথম সেমিফাইনাল ক্রিকেট ম্যাচ মঙ্গলবার হয়ে গেল বিষ্ণুপুর স্টেডিয়ামে। মুখোমুখি হয়েছিল রসিকগঞ্জ গ্যালারি ও শরৎ ক্লাব শালবাগান। বিএসএ জানিয়েছে, শালবাগানকে ৬ উইকেটে হারিয়ে জয়ী হয়েছে রসিকগঞ্জ। খেলা দেখতে বহু মানুষ ভিড় করেছিলেন।

সংক্ষেপে
• সাঁইথিয়ার অটুয়া জয়দুর্গা ক্লাবের পরিচালনায় গত ২৪ মার্চ স্থানীয় জুনিয়র হাইস্কুল মাঠে হয়েছে এক রাতের ক্রিকেট প্রতিযোগিতা। ফাইনালে স্থানীয় ইন্দিরা কালীমাতা ক্লাব ময়ূরেশ্বরের হরিপুর পান্না ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ইন্দিরার সুকান্ত বাগদি ম্যান অব দ্য ম্যাচ ও হরিপুরের সৌমিত্র মণ্ডল ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন।

• ২৪ মার্চ সাঁইথিয়া সোনালি ক্লাবের পরিচালনায় স্থানীয় নন্দেকেশরী যাত্রী নিবাসে হয়েছে অল বেঙ্গল ক্যারম প্রতিযোগিতা। দু’টি বিভাগ থেকে উইনার্স ও রানার্স হয়েছে আসানসোলের মহম্মদ সাদ্দাম ও মহম্মদ রিঙ্কু জুটি। উদ্যোক্তা সৌভিক মজুমদজার জানান, প্রতিযোগিতায় ৬৪টি দল যোগ দিয়েছিল।

• লাভপুরের বাউল মন সঙ্ঘ পরিচালিত ৮ দলীয় নক আউক ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সুপুর ভলিবল দল। বোলপুর টাউন ক্লাবকে তারা ৩-২ সেটে হারায়। সুপুরের কুন্তল হাজরা ম্যান অব দ্য ম্যাচ ও বোলপুরের ছোট্টু মাল ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। ২৪ মার্চ স্থানীয় রেল স্টেশন লাগোয়া মাঠে ওই খেলা হয়।

• একটি ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে নানুরের কীর্ণাহারে হয়েছে আধুনিক পরিকাঠামো-সহ একটি স্পোর্টস অ্যাকাডেমি। এই উপলক্ষে ২৯ মার্চ স্থানীয় শিবচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে হয়েছে ৪ দলীয় প্রীতি ফুটবল প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় আয়োজক সংস্থাকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল বোলপুর নীচুপট্টি নিরদবরণী হাইস্কুল। উদ্বোধনে হাজির ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শোলাশিল্পী অনন্ত মালাকার। সংস্থার সম্পাদক মনোজিৎ মুখোপাধ্যায় জানান, ন্যূনতম খরচে উৎসাহীরা এই অ্যাকাডেমি থেকে উন্নত ফুটবল ও ক্রিকেট প্রশিক্ষণ নেওয়ার যুযোগ পাবে।

• ভগত সিংহের ৮৩তম আত্মবলিদান দিবস উপলক্ষে ময়ূরেশ্বরের মল্লারপুুর ১ ব্লক গণতান্ত্রিক যুবক সংগঠনের উদ্যোগে ২৯ মার্চ স্থানীয় বেগুনিয়া গ্রামে হয়েছে ভলিবল, রোড রেস, সাঁতার-সহ নানা ক্রীড়া প্রতিযোগিতা। সংগঠনের সম্পাদক লুৎফার রহমান জানান, প্রায় ১৫০ জন প্রতিযোগী এতে যোগ দিয়েছিলেন। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারিদের পুরস্কৃত করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.