মিড-ডে মিল রান্না করা নিয়ে পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠী ও পুরসভার স্বনির্ভর দলের সদস্যদের মধ্যে কাজিয়ায় ৮৪ জন পড়ুয়ার ভাত। মঙ্গলবার ঘটনাটি ঘটে রামপুরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের রেলওয়ে আদর্শ প্রাথমিক স্কুলে। প্রধান শিক্ষিকা স্মৃতি মুখোপাধ্যায় বলেন, “দুই গোষ্ঠীর ঝগড়ার জেরে এ দিন এক গোষ্ঠী রান্না চলাকালীন উনুনে জল ঢেলে দেয়। এর ফলে পড়ুয়াদের মিড-ডে মিল দেওয়া যায়নি।”
ওই স্কুলে পড়ুয়ার সংখ্যা ১৫৩। ২০০৫ সাল থেকে কুশুম্বার রামরামপুর গ্রামের একটি স্বনির্ভর দলের সদস্যরা রান্না করে আসছেন। এক বছর আগে ১৪ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর দলের সদস্যরা রান্না করতে চেয়ে এগিয়ে আসেন। এর পরেই ঝামেলার সূত্রপাত। ওয়ার্ডের স্বনির্ভর দলের সদস্যদের দাবি, স্কুলটি যেহেতু পুরসভার মধ্যে, তাই রান্নার দায়িত্ব তাঁদের। কাউন্সিলরদের মতামত নিয়ে রান্না করতে এসেছেন। যদিও তৃণমূল কাউন্সিলর কবিতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এলাকার স্বনির্ভর দলের সদস্যরা তাঁদের যথাযথ দাবি নিয়ে রান্না করতে চাইছেন। তবে সমাধান সূত্র বেরনো পর্যন্ত অপেক্ষা করতে না পেরে এ দিন এলাকার স্বনির্ভর দলের সদস্যরা রান্না করতে গিয়েছিলেন, তা জানা নেই।” রামপুরহাট পশ্চিমচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অনঙ্গমোহন আলিপাত্র বলেন, “বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এ ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না।” এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে রামপুরহাট মহকুমাশাসক রত্নেশ্বর রায় বলেন, “সমাধান সূত্রে বের করে স্কুলে রান্না চালু রাখতেই হবে।”
পাইকরে উরস মেলা। আজান শরিফ মাজারের উরস মেলার উদ্বোধন হল পাইকরে। সোমবার বিকেলে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র লাগোয়া মাঠে ওই মেলার উদ্বোধন করেন মুরারই ২ ব্লকের বিডিও সম্রাট মণ্ডল। মেলা কমিটির সম্পাদক নইমুদ্দিন মল্লিক বলেন, “১৯৮৫ সাল থেকে এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে এই মেলা সাড়ম্বরে পালিত হচ্ছে।” মেলা চলবে ১০ দিন। |