নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দাঁড়িয়ে থাকা একটি ট্রাক তল্লাশি করতে গিয়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল গলসিতে। মঙ্গলবার ভোরের ঘটনা। মৃতের নাম বীরেন্দ্রপ্রসাদ যাদব (৩৮)। বাড়ি বেলুড়ের ঘুঁষুড়িতে। পুলিশের দাবি, মৃত ব্যক্তিই ওই ট্রাকের চালক। তাঁকে খুন করে ওই রডবোঝাই ট্রাকটিকে পটনা নিয়ে যাওয়া হচ্ছিল বলেও পুলিশ জানিয়েছে। ট্রাকটি আগের দিন রাতে ব্যারাকপুর থেকে রওনা হয়েছিল। ঘটনায় দু’জনকে গ্রেফতারও করা হয়েছে। তাদের নাম সাহিবনাথ সিংহ ও দিলীপ রায়। হাওড়ার গোলবাড়ি থানার নন্দীবাগান ও লিলুয়ার বাসিন্দা তারা। এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানিয়েছেন, এ দিন সকালে গলসি থানার জিপ রুটিন ডিউটিতে রাস্তা দিয়ে যাচ্ছিল। দূর থেকে জিপটিকে আসতে দেখেই ট্রাক থেকে নেমে ওই দুই ব্যক্তি আচমকা ছুটতে শুরু করে। স্থানীয় মানুষেরা তাদের তাড়া করেন, ধরেও ফেলেন। পরে ট্রাক থেকে দেহ মেলায় খুনের অভিযোগে ওই দু’জনকে ধরা হয়। বুধবার ধৃতদের আদালতে তুলে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে এসপি জানিয়েছেন।
|
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম |
যুগ্ম বিডিওর মধ্যস্থতায় শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেল থেকে কেতুগ্রাম ২ ব্লকের উদ্ধারনপুর ও নদিয়ার ভাগ্যবন্তপুরের মধ্যে নৌকা চলাচল শুরু হল। সোমবার থেকেই ওই খেয়াঘাটে নৌকা চালানোর দায়িত্ব কে নেবে তা নিয়ে ইজারাদার ও সিতাহাটি পঞ্চায়েতের মধ্যে তরজা চলছিল। এ নিয়ে কেতুগ্রাম ২-এর যুগ্ম বিডিও আরিকুল ইসলাম ইজারাদার তাপস বন্দ্যোপাধ্যায়, সিতাহিটি পঞ্চায়েতের তৃণমূল প্রধান বিকাশ বিশ্বাস ও খেয়াঘাট বাঁচাও কমিটির সভাপতি শ্যামল মুখোপাধ্যায়কে নিয়ে সোমবার আলোচনায় বসেছিলেন। কিন্তু কোনও সমাধানসূত্র বেরোয়নি। মঙ্গলবার বিকেলে ফের বৈঠক হয়। তাতে ইজারাদার তাপস বন্দ্যোপাধ্যায় খেয়াঘাট পরিচালনার দায়িত্ব ছেড়ে দিতে রাজি হয়েছেন বলে জানা গিয়েছে। এরপরেই নৌকা চলাচল শুরু হয়। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্ধমান জেলা পরিষদের ওই ফেরিঘাটটি সেপ্টেম্বর থেকে সিতাহাটি পঞ্চায়েত চালাচ্ছিল। তবে নতুন দরপত্রে দায়িত্ব পান তাপসবাবু। তিনি সোমবার ওই দায়িত্ব নিতে গেলে বাধা দেয় পঞ্চায়েত।
|
এলাকায় আইটিআই কলেজ গড়ার জন্য চার একর জমি দিতে চায় কালনা ২ ব্লকের বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ। স্কুল কর্তৃপক্ষ জানান, স্কুলের খেলার মাঠ লাগোয়া কিছু জমি রয়েছে। ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে তা আইটিআই কলেজ গড়তে দেওয়া হবে। একথা প্রশাসনকে জানিয়েও দিয়েছেন তারা। মঙ্গলবার ওই জমি দেখতে একটি বিশেষজ্ঞ দল আসেন। স্কুলের তরফে পার্থ চট্টোপাধ্যায় জানান, দলটির তরফে ইতিবাচক আশ্বাস মিলেছে। খুব শীঘ্রই কলেজ কর্তৃপক্ষকে জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে। কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু জানান, ওই স্কুল আগেও এলাকার মূক ও বধিরদের জন্য স্কুল গড়তে জমি দিয়েছে।
|
ভাগচাষির মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
কাটোয়ার গোরোগ্রামে মিলন ঘোষ (৩৫) নামে এক ভাগচাষির অপমৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ধার করে ধান ও আলু চাষ করে দাম পাননি মিলন। ২৮ মার্চ তিনি কীটনাশক খান। বর্ধমান মেডিক্যালে সোমবার তাঁর মৃত্যু হয়। মৃতের দাদা অসীম ঘোষের অভিযোগ, “ভাই ৫ বিঘা জমিতে বোরো আর দেড় বিঘা জমিতে আলু চাষ করলেও উপযুক্ত দাম পায়নি। মহাজন ও স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে নেওয়া সাত হাজার টাকা ঋণ শোধের জন্য চাপ আসছিল। সহ্য করতে না পেরেই ও কীটনাশক খায়।” কৃষিমন্ত্রী মলয় ঘটকের যদিও দাবি, “পারিবারিক অশান্তির জেরেই ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে জেনেছি। এর সঙ্গে চাষবাসের কোনও সম্পর্ক নেই।”
|
একটি ট্রেন দীর্ঘক্ষণ থামিয়ে রেখে অন্য ট্রেন পার করানোর প্রতিবাদে ঘণ্টা দেড়েক রেল অবরোধ করলেন নিত্যযাত্রীরা। মঙ্গলবার সকালে পূর্বস্থলী ২ ব্লকের পাটুলি স্টেশনের ঘটনা। যাত্রীদের দাবি, সকাল ৫টা ৫৯ মিনিটে যে ডাউন লোকাল ট্রেনটি স্টেশনে এসে পৌঁছয় সেটিকে দীর্ঘক্ষণ আটকে রেখে অন্য ট্রেন চালানো হয়। ফলে গন্তব্যস্থলে পৌঁছতে দেরি হয়ে যায় যাত্রীদের। অবরোধের জেরে লক্ষ্মীপুর, বেলের হল্ট-সহ বিভিন্ন স্টেশনেও আটকে যায় ট্রেন। পরে টেলিফোনে হাওড়া ডিভিশনের আধিকারিকেরা সমস্যা মেটানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে। |