রেক পয়েন্ট গড়তে জমি দেখল রেল
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রায়গঞ্জে রেক পয়েন্ট তৈরি করার ব্যাপারে উদ্যোগী হল রেল। সোমবার উত্তরপূর্ব সীমান্ত রেলের এক দল প্রতিনিধি রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। এর পর প্রতিনিধি দলের সদস্যরা রায়গঞ্জ রেল স্টেশন লাগোয়া রেল লাইন বরাবর পুরসভার প্রায় ৫০০ মিটার লম্বা একটি রাস্তা পরিদর্শন করেন। সঙ্গে চেয়ারম্যান মোহন বসু ছাড়া পুরসভার কাউন্সিলর ও ব্যবসায়ী সংগঠন সদস্যরা ছিলেন। উত্তরপূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার-২ চন্দ্রিকা প্রসাদ বলেন, “বিষয়টি নিয়ে পুর কর্তৃপক্ষ-ব্যবসায়ী সংগঠনের বৈঠক হয়েছে। আমদানি-রফতানির স্বার্থে রায়গঞ্জে রেকপয়েন্ট তৈরি করা অত্যন্ত জরুরি। পুরসভাকে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। তা কার্যকর হলেই যত তাড়াতাড়ি সম্ভব রেকপয়েন্ট তৈরির কাজ শুরু হবে।” রেল সূত্রে জানা গিয়েছে, রেক পয়েন্ট তৈরির জন্য রেললাইন বরাবর ৩৪ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত ৫০০ মিটার লম্বা রাস্তা চিহ্নিত করা হয়েছে। চওড়ায় ওই রাস্তাটি ৫ মিটার। রেলের তরফে পুর কর্তৃপক্ষের কাছে রাস্তাটি তিন ফুট করে উঁচু ও চওড়া করা-সহ নিকাশি পরিকাঠামো গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পুরসভার চেয়ারম্যান মোহিতবাবু বলেন, “রেলের প্রস্তাব মেনে এক কোটি টাকায় কাজ হবে। মে মাসে কাজ শুরু হবে। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী ও পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্স সম্পাদক জয়ন্ত সোম জানান, রায়গঞ্জে রেক পয়েন্ট না থাকায় ডালখোলা ও মালদহের রেক পয়েন্ট থেকে পণ্য আমদানি-রফতানি করতে হয়। জাতীয় সড়কে যানজটে ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েন। পরিবহণ খরচে দামও বেড়ে যায়। |
জওয়ান-জনতা সংঘর্ষ সীমান্তে
নিজস্ব সংবাদদাতা • মেখলিগঞ্জ |
বিএসএফ ও গ্রামবাসীদের গোলমালে উত্তেজনা ছড়াল বাংলাদেশ লাগোয়া মেখলিগঞ্জের পানিশালা সীমান্তে। পুলিশ জানায়, সোমবার কাঁটাতারের ও পারে চাষের জমিতে যাওয়ার গেট বন্ধ থাকায় কর্তব্যরত জওয়ানের সঙ্গে এলাকার এক মহিলার বাদানুবাদ শুরু হয়। সেই সময় এক মহিলাকে মারধর করা হয়েছে বলে চাউর হয়ে যাওয়ায় গ্রামবাসীরা জড়ো হতে থাকেন। সেই সময় বিএসএফ গ্রামবাসীদের ওপর লাঠি চালানোয় মহিলা-সহ চার জন জখম হন বলে অভিযোগ। মহিলাকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার প্রতিবাদে পানিশালায় দুপুর ১টা থেকে ১ ঘণ্টা চ্যাংরাবান্ধা মাথাভাঙা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ বাসিন্দারা। পুলিশের কাছে বিএসএফের তরফেও গ্রামবাসীরা ইট, পাথর ছুঁড়েছেন বলে মৌখিক ভাবে অভিযোগ করা হয়। সন্ধ্যায় মেখলিগঞ্জ বিডিও অফিসে মহকুমা শাসক জ্যোতির্ময় তাঁতি, এসডিপিও সীতারাম সিংহ বিএসএফ ও গ্রামবাসীদের নিয়ে বৈঠক করে আপাতত সমস্যা মিটিয়ে দিয়েছেন। |
দুর্নীতির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
প্রতিদিন গড়ে সাড়ে ১৬ হাজার টাকা ডিজেল খরচের প্রসঙ্গ টেনে কংগ্রেস ও তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল সিপিএম। সোমবার ওই অভিযোগ করেন পুরসভার বিরোধী দলনেতা তথা সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মহানন্দ সাহা। পুর কর্তৃপক্ষের বক্তব্য, রাজনৈতিক স্বার্থেই সিপিএমের তরফে ওই সব কথা বলা হচ্ছে। পুরসভার কংগ্রেসের চেয়ারম্যান বীরেন কুণ্ডু বলেন, “বাম সরকার থাকার সময় দুই দফায় তদন্ত করানো হয়েছিল। কিছুই তাতে আসেনি। আবার তদন্ত করে যে কেউ দেখতে পারেন।” |
ডুবে মৃত্যু বালকের
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
জলে ডুবে বালকের মৃত্যু হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকায়। মৃতের নাম অনুপ সরকার (৮)। স্থানীয় প্রাথমিক স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত সে। প্রাথমিক তদন্তে অনুমান, খেলতে গিয়ে বালক পুকুরের জলে তলিয়ে যায়। |
৪ প্রাক্তন সেনাকর্মীকে নিরাপত্তাকর্মীর দায়িত্ব থেকে ছাঁটাই করার অভিযোগ তুলে বিএসএনএল অফিসের সামনে বিক্ষোভ দেখাল এক্স সার্ভিসমেনস অ্যাসোসিয়েশন। কর্মীদের বহালের দাবি জানানো হয়। |