নভেম্বর-ডিসেম্বরে লোকসভা ভোট ধরে তৈরি হচ্ছে সিপিএম
গামী নভেম্বর বা ডিসেম্বরে লোকসভা ভোট ধরে নিয়ে প্রস্তুত হচ্ছে সিপিএম। সোমবার বরানগরে লক্ষ্মণ ভট্টাচার্যের স্মরণসভায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দেবের কথায় তা স্পষ্ট হয়ে গেল। ওই সভায় গৌতমবাবু বলেন, “যা পরিস্থিতি, তাতে ধরে নেওয়া যায় ছ’মাস বাদে লোকসভা ভোট। আগামী নভেম্বর-ডিসেম্বরে ভোট ধরে আমরা প্রস্তুত হচ্ছি।”
বস্তুত, লোকসভা ভোটের প্রস্তুতির প্রক্রিয়াও এ দিন জানিয়ে দেন গৌতমবাবু। সিপিএমের পার্টি কংগ্রেসে গৃহীত সিদ্ধান্ত কেন্দ্রে কংগ্রেস এবং বিজেপি দুইয়েরই বিরোধী ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সরকার গড়তে সচেষ্ট হতে হবে। তার জন্য তৎপর হতে হবে বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তির জোট গড়তে। গৌতমবাবু এ দিন বলেন, “কংগ্রেস, বিজেপি ছেড়ে কোন দলকে নিয়ে সরকার গঠন করা যায়, তা নিয়ে দলে আলোচনা হচ্ছে। নবীন পট্টনায়েক, নীতীশ কুমার, জয়ললিতা, মুলায়ম নানা শক্তির সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে এবং আমরা তা করছি। আমাদের তিনটি দাবি আছে। সেগুলি যারা মেনে নেবে, আগামী কেন্দ্রীয় সরকারে আমাদের সাংসদেরা তাদেরই সমর্থন করবেন।” ওই তিনটি দাবি হল রিকশা-ঠেলাচালক-সহ সমস্ত গরিব মানুষকে ন্যূনতম পেনশন, অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের জন্য মাসে ন্যূনতম ১০ হাজার টাকা বেতন এবং সমস্ত গরিব মানুষকে ২ টাকা কেজি দরে চাল।
লোকসভা ভোটের জন্য দলীয় কর্মীদের এখন থেকেই সক্রিয় হওয়ার নির্দেশ দেন উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক গৌতমবাবু। তিনি বলেন, “লোকসভায় বেশি আসন জিততে আমাদের এখন থেকেই ঝাঁপাতে হবে। উত্তর ২৪ পরগনার পাঁচটি আসনই যাতে আমরা জিততে পারি, তা দেখতে হবে।” গৌতমবাবুর আরও বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত ভোটে খারাপ ফলের আশঙ্কা করছেন বলেই তা পিছোনোর ব্যবস্থা করেছেন। তাঁর কথায়, “মমতা এখন পঞ্চায়েত ভোটে গিয়ে ৮-১০টা জেলা পরিষদ নিয়ে বেরিয়ে যেতেন। সারা দেশের লোককে দেখাতেন! তার পরে লোকসভায় ২৫-৩০টি আসন জিততেন! এই সুযোগ কেউ হারায়? আসলে উনি জানেন, পঞ্চায়েতে ফল ভাল হবে না এবং লোকসভা ভোটে তার প্রভাব পড়বে।” রাজ্যের ১৪টি পুরসভার ভোটও পিছোবে বলে মনে করছেন গৌতমবাবু। কারণ, রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের তত্ত্বাবধানে ওই ভোটও করতে চাইবে না রাজ্য সরকার। লোকসভা ভোটে ভাল ফলের জন্য এখন থেকে তৈরি হওয়ার নির্দেশ দেন সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসুও। তিনি বলেন, “দলকে সংগঠিত করতে হবে। সে জন্য প্রত্যেককে নিজের নিজের কু-অভ্যাস বদলাতে হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.