চালু নতুন এজলাস
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
দীর্ঘদিনের দাবি মেনে সোমবার থেকে রঘুনাথপুর আদালতে পুরোদমে শুরু হল অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাস।এ দিন এজলাস শুরু করেন পুরুলিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তপন দাস। এখানে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাস শুরু করার দাবি রঘুনাথপুর আদালতের বার অ্যাসোসিয়শন দীর্ঘদিন ধরে রাজ্য সরকার থেকে শুরু করে বিভিন্ন মহলে জানিয়েছিল। প্রসঙ্গত, এসিজেএম আদালতে ওই এজলাস শুরু করার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশও রয়েছে। বার অ্যসোসিয়েশনের সহ-সভাপতি রবীন্দ্রনাথ মিশ্র এ দিন জানান, রঘুনাথপুরে এই কোর্ট না থাকায় এসিজেএমের এজলাসে বিচারাধীন বন্দিদের জামিনের আবেদন খারিজ হয়ে গেলে পুনরায় তার আবেদন করতে আইনজীবীদের ৫০ কিলোমিটার দুরে পুরুলিয়া জেলা আদালতে যেতে হত। এই সমস্যা থেকে রেহাই পাবেন স্থানীয় আইনজীবীরা। কিছু ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের নিস্পত্তি ও দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণের দাবি এ বার থেকে রঘুনাথপুর আদালতে করা যাবে বলে জানানো হয়েছে বার অ্যাসোসিয়শনের তরফে। এই সমস্যা থেকে রেহাই পাবেন স্থানীয় আইনজীবীরা। সরকারি আইনজীবী পঙ্কজ গোস্বামী জানান, এই কোর্ট পুরোদমে শুরু হওয়ায় সুবিধা পাবেন রঘুনাথপুর মহকুমা এলাকার বাসিন্দা ও আইনজীবীরা। |
কুয়োয় মৃত দুই ছাতনায় নিজস্ব সংবাদদাতা • ছাতনা |
গ্রামের কুয়ো ঝালাই করতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হল দু’জনের। গুরুতর জখম হয়েছেন তিন জন। সোমবার ঘটনাটি ঘটে বাঁকুড়ার ছাতনা থানার তেঘরি পঞ্চায়েতের অন্তর্গত পাত্রচিত্রা গ্রামে। মৃত সাল্টু পাত্র (২০) পাত্রচিত্রা গ্রাম এবং আদিত্য মণ্ডল (৩৮) সুড়িচিত্রা গ্রামের বাসিন্দা। পাত্রচিত্রা গ্রামেরই বাসিন্দা, আহত রঞ্জিত পাত্র, স্বপন পাত্র ও তারকনাথ পাত্র বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ক্লাবের উদ্যোগে গ্রামের একটি কুয়ো ঝালাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই গ্রামের পঞ্চায়েত সদস্যা আশাবরী পাত্র বলেন, “পাম্পের সাহায্যে কুয়োর জল শুকোনো হচ্ছিল। সেই অবস্থায় পাঁচ জন কুয়োয় নামেন। কিছু পরে পাঁচ জনই জ্ঞান হারিয়ে জলে পড়ে যান। গ্রামবাসীরা কুয়োয় ঝাঁপ দিয়ে তিন জনকে উদ্ধার করলেও দু’জনকে পাওয়া যায়নি। পরে দমকল বাহিনী এসে ওই দু’জনের মৃতদেহ উদ্ধার করেন।” প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কুয়োর জল শুকোনোর জন্য যে পাম্প ব্যবহার করা হচ্ছিল, সেই পাম্প থেকে বেরনো বিষাক্ত ধোঁয়া নাকে ঢুকেই এই দুর্ঘটনা ঘটেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। |
সাফাইয়ে পড়ুয়া নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
পাঁচ দিনের জাতীয় সেবা প্রকল্পের (এনএসএস) কর্মসূচিতে হাত লাগালেন বিষ্ণুপুর রামানন্দ কলেজের ছাত্রছাত্রীরা। রবিবার শহরের রাসমঞ্চ মন্দিরের পাশে এই প্রকল্পের সূচনা করেন মন্ত্রী শামাপ্রসাদ মুখোপাধ্যায়। ওই মন্দির লাগোয়া একটি নালা ও পাশের বস্তি এলাকা পরিষ্কার কর্মসূচিতে যোগ দেন পড়ুয়ারা। কলেজ সূত্রের খবর, সোমবার রক্ত পরীক্ষার শিবির হয়েছে। |
প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে না পারা পরীক্ষার্থীদের নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে বলে দাবি তুলল ডিওয়াইএফ। সোমবার এই দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদে বিক্ষোভ দেখায় তারা। পরে সংগঠনের তরফ থেকে বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শককে (প্রাথমিক) স্মারকলিপি দেওয়া হয়েছে। বিদ্যালয় পরিদর্শক বৃন্দাবন দাস বলেন, “স্মারকলিপি পেয়েছি। রাজ্য প্রাথমিক শিক্ষা দফতরে পাঠিয়ে দেওয়া হবে।” |