কারখানায় কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ঠিকা শ্রমিকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ গুফরান (২২)। বাড়ি রঘুনাথপুর থানার রাগেরডি গ্রামে। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর ২ ব্লকের গোবরানদা গ্রামের কাছে একটি বেসরকারি ফাইবার সিমেন্ট শিট তৈরির কারখানায়।
মূল কারখানার অদূরে কর্মী আবাসন নির্মাণের কাজ করছে একটি ঠিকাদার সংস্থা। রবিবার সকাল ৭টা নাগাদ গুফরান-সহ কয়েক জন সেখানে কাজ করতে যান। উপস্থিত অন্য শ্রমিকেরা জানান, গুফরান নির্মীয়মাণ আবাসনের একটি জানলার লোহার গ্রিল ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হন।
রঘুনাথপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা কারখানায় বিক্ষোভ দেখান। পরে আলোচনায় স্থির হয়েছে, কারখানা কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্থাটি গুফরানের পরিবারকে ক্ষতিপূরণ দেবে। কারখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শনিবার এলাকায় ঝড়বৃষ্টি হয়েছিল। কোনও ভাবে লোহার জানলায় লাগানো আলোর বিদ্যুৎ সংযোগে সমস্যা হওয়ায় তা বিদ্যুৎবাহী হয়ে পড়েছিল। কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম দেওয়ার দাবি করেছেন শ্রমিকেরা। |