টুকরো খবর
হাবরায় ভুয়ো অফিসার গ্রেফতার
ডিআইবির (ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ) আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে হাবরা থানার রাজামার্কেট এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শিবাশিস দাস ওরফে শিবা। তার বাড়ি হাবরা থানার শ্রীনগর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজামার্কেট এলাকায় ধৃতের একটি ‘ট্যুর ও ট্যাভেলসে’র দোকান রয়েছে। পাসপোর্টের জন্য আবেদন করেছেন এমন বেশ কিছু ব্যক্তিকে ফোন করে শিবাশিস নিজেকে ডিআইবি আধিকারিক পরিচয় দিয়ে বলে, “পাসপোর্ট হয়ে গিয়েছে। নথিপত্র ও টাকা নিয়ে আসুন।” যাঁদের কাছে এই ফোন যায় তাঁদের কয়েকজন হাবরা থানায় খোঁজ নিয়ে জানতে পারেন শিবাশিস দাস নামে কোনও ডিআইবি আধিকারিক নেই। এরপর তাঁরা হাবরা থানায় বিষয়টি জানালে পুলিশ শিবাশিসকে গ্রেফতার করে।

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধৃত
বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে হাড়োয়ার কাকুড়িয়া গ্রামের বাসিন্দা সনাতন মণ্ডল নামে ওই যুবককে ধরা হয়। সোমবার ধৃতকে বসিরহাটের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামী-বিচ্ছিন্না ওই মহিলা কাকুড়িয়া গ্রামে মামারবাড়িতে থাকেন। প্রতিবেশী সনাতনের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। থানায় দায়ের করা অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, সহবাসের ফলে সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও সনাতন তাঁকে বিয়ে করতে অস্বীকার করে।

শিক্ষকদের ভলিবল পাথরপ্রতিমায়
শিক্ষকদের আন্তঃবিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বরদাপুর আদর্শ মিলন বিদ্যাপীঠ। ওই স্কুলেরই পরিচালনায় তাদের মাঠেই মঙ্গলবার দিনরাতের ওই প্রতিযোগিতায় যোগ দেয় সাতটি বিদ্যালয়ের শিক্ষকদের আটটি দল। ফাইনালে বরদাপুর আদর্শ মিলন বিদ্যাপীঠ ২-১ সেটে হারিয়ে দেয় দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর যুধিষ্ঠির বিদ্যাপীঠকে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সৌভিক মাইতি এবং ম্যান অব দ্য ম্যাচ হন ওই দলেরই সুব্রত নায়েক। জয়ী এবং রানার্স দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। খেলা পরিচালনায় ছিলেন সুধাময় মাইতি, চিন্ময় মাইতি, প্রসেনজিৎ মাইতি এবং স্বপন দাস। ছাত্রছাত্রীদের খেলার প্রতি আকৃষ্ট করতে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।

বসন্ত উৎসব বসিরহাটে
মঙ্গলবার ও বুধবার বাদুড়িয়ার চাতরা নান্দনিক শিল্পী গোষ্ঠীর সদস্যেরা স্থানীয় দেশপ্রাণ সঙ্ঘের মাঠে বসন্তোৎসব পালন করে। ছবি আঁকার কর্মশালা, যোগব্যায়াম, চিত্র প্রদর্শনী, সঙ্গীত-নৃত্যের আয়োজন ছিল এই উপলক্ষে। হাসনাবাদের বিএসএফ ক্যাম্পে হোলি উৎসবে মেতে ওঠেন ১৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। হিঙ্গলগঞ্জের সুন্দরবন-সংলগ্ন এলাকাতেও জওয়ানেরা হোলি খেলেন। বিএসএফের কর্তাব্যক্তিরা এসেছিলেন এই উপলক্ষে। সকালে ‘ফাগ যাত্রা’য় যোগদান করে স্থানীয় পড়ুয়ারা। ইছামতী নদীর ধারে বিধান সৈকতেও মাতেন স্থানীয় মানুষ। টাকিতে বেড়াতে আসা পর্যটকেরাও যোগ দেন সেখানে।

দুষ্কৃতী গ্রেফতার
ব্যবসায়ীদের থেকে তোলা আদায়ে অভিযুক্ত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার গভীর রাতে জামিরুদ্দিন গাজি ওরফে নামে ওই দুষ্কৃতীকে বসিরহাটের চৌমাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জামিরুদ্দিন বসিরহাটের আর এন রোডে তুলাপট্টি এলাকায় থাকে। সে আদতে বিহারের সমস্তিপুরের বাসিন্দা।

প্রাথমিক, বিক্ষোভ
গতকাল যাঁরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নিদিষ্ট কেন্দ্রে পৌঁছাতে পারেননি তাঁদের পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি তুলল ডিওয়াইএফ-সহ বামপন্থী যুব সংগঠনগুলি। সোমবার দুপুরে বারাসতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দফতরে এই দাবিতে বিক্ষোভ দেখান তারা।

সেনা কল্যাণে
অবসরপ্রাপ্ত সেনা জওয়ানদের নিয়ে রবিবার ব্যারাকপুরে একটি অনুষ্ঠানে আসছেন সেনাপ্রধান জেনারেল বিক্রম সিংহ। যুদ্ধে নিহত জওয়ানদের স্ত্রী, আহত জওয়ানেরাও থাকবেন সেই অনুষ্ঠানে। তাঁরা কী ধরনের সুবিধা পেতে পারেন, তা বোঝাতে সেখানে থাকবে সরকারি ও ব্যাঙ্কের স্টল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.