ইংলিশ প্রিমিয়ার লিগের দৌড়ে চেলসি-র থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ২২ পয়েন্ট এগিয়ে থাকলেও এফএ কাপে চিত্রটা দাঁড়াল অন্য রকম। ডেম্বা বা-র করা একমাত্র গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ১-০ হারিয়ে এফএ কাপ সেমিফাইনালে পৌঁছে এ বার আর এক ম্যাঞ্চেস্টার ম্যাঞ্চেস্টার সিটি-র সামনে চেলসি। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউ প্রথম আধ ঘন্টায় ২-০ এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে হ্যাজার্ড এবং র্যামিরেসের গোলে সমতা ফিরিয়ে কোয়ার্টার ফাইনাল লড়াইকে রিপ্লে-তে নিয়ে গিয়েছিল চেলসি। যার সুবাদে সোমবার নিজেদের মাঠে খেলার সুযোগ অর্জন করে মাতা-ডেভিড লুইজরা। |
ডেম্বা বা। গোল করে সটান ক্যামেরার সামনে। ছবি: রয়টার্স |
চোটের কারণে ওয়েন রুনি খেলতে না পারায় এ দিন ড্যানি ওয়েলবেক এবং জাভিয়ের হার্নান্দেজ দিয়ে আক্রমণ সাজান স্যর অ্যালেক্স ফার্গুসন। অপর দিকে শনিবার সাউদহ্যাম্পটনের কাছে ইপিএলে ১-২ হারের পর চেলসি কোচ রাফা বেনিতেজ প্রথম দল থেকে তিন তারকা তোরেস, ল্যাম্পার্ড, টেরি-কে ছেঁটে তাঁদের জায়গায় আনেন ডেভিড লুইজ, মাতা এবং ডেম্বা বা-কে।
প্রথমার্ধে দু’দলই কয়েকটা সুযোগ তৈরি করেও গোল পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই যে ছবি পাল্টায়। খুয়ান মাতার বাড়ানো পাস ডেম্বা বা দুরন্ত ভলিতে এগিয়ে দেন চেলসিকে। তার পর থেকে ম্যাঞ্চেস্টারের মুহুর্মুহু আক্রমণে ম্যাচটা প্রায় হয়ে দাঁড়ায় পের চেক বনাম ফার্গুসনের ছেলেদের। শেষ পর্যন্ত চেলসি গোলকিপারের কয়েকটা অবিশ্বাস্য সেভের সৌজন্যে স্কোরলাইন ১-০-ই থাকে। শেষের দিকে রবিন ফান পার্সি-কে নামিয়েও গোল পায়নি ম্যান ইউ। চেলসি কোচ বেনিতেজ ম্যাচের পর বলেছেন, “আমি খুব খুশি জিততে পেরে। পুরো দলই আজ খুব ভাল খেলেছে।”। ১৪ এপ্রিল সেমিফাইনালে তেভেজ-আগুয়েরোদের ম্যাঞ্চেস্টারের মুখোমুখি হবে বেনিতেজের দল। অন্য সেমিফাইনালে মুখোমুখি উইগান-মিলওয়াল। |