চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের পর্দা উঠছে আজ, মঙ্গলবার রাতে। শেষ আটের প্রথম পর্বের ‘গ্ল্যামার’ ম্যাচে বেকহ্যাম-থিয়াগো সিলভা-ইব্রাহিমোভিচের প্যারিস সাঁ জাঁ-র সামনে মেসি-ফাব্রেগাস-ইনিয়েস্তার বার্সেলোনা। আগের রাউন্ডে এসি মিলানকে ছিটকে দিয়ে এ বার সেই ক্লাবের প্রাক্তন কোচ কার্লো আনসেলোত্তির ফরাসি ক্লাবের মহড়া নিতে চলেছেন মেসিরা। চোটের সমস্যায় পুয়োল (হাঁটু) এবং আদ্রিয়ানো (হ্যামস্ট্রিং) না থাকলেও দলের সঙ্গে প্যারিস গিয়েছেন ফিট হয়ে ওঠা জাভি এবং ইয়র্দি আলবা। মাঝমাঠে জাভি-ইনিয়েস্তা জুটি রেখে আক্রমণে মেসি-ভিয়াকে প্রথম এগারো সাজাতে পারেন তিতো ভিলানোভা। যুক্তরাষ্ট্র থেকে ক্যানসার সারিয়ে এসে বার্সা কোচ শুধু প্র্যাক্টিসেই যোগ দেননি, দলের সঙ্গে অ্যাওয়ে ম্যাচেও গিয়েছেন। মেসি গোলের মধ্যে যথারীতি থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট আ্যাওয়ে ম্যাচে মাত্র তিনটে জয় পেয়েছে বার্সা। মিলানের সঙ্গে ০-২ পিছিয়ে ফিরতি ম্যাচে ৪-০ জয় কিন্তু বার্সার ঘরের মাঠে। শনিবার রাতে সেল্টা ভিগো-র সঙ্গে লা লিগাতেও মেসিরা ২-২ করায় অনেক প্রশ্ন উঠছে। অন্য দিকে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে শেষ ২৩ ম্যাচে অপরাজিত প্যারিস সাঁ জা।ঁ সাসপেনশন পর্ব সাঙ্গ করে ফিরছেন জ্লাটান ইব্রাহিমোভিচ। ইব্রাকে কেন্দ্র করে ৪-৪-২ দল সাজানোর পরিকল্পনা আনসেলোত্তির। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একবারই পঁচানব্বইয়ে মুখোমুখি হয় এই দু’দল। দু’পর্ব মিলিয়ে সেই ম্যাচ কিন্তু ফরাসি ক্লাব জেতে ৩-২। মঙ্গলবার অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি বায়ার্ন মিউনিখ এবং জুভেন্তাস।
|
মাঝে ক’মাস অলাদা অলাদা পার্টনারের সঙ্গে বেশ কয়েকটি টুর্নামেন্ট খেলেছিলেন তাঁরা। সাফল্যও এসেছিল। তবু ২০১৩ মরসুমে আবার জুটি বাঁধছেন মহেশ ভূপতি ও রোহন বোপান্না। ১৪ এপ্রিল থেকে অনুষ্ঠেয় মন্টে কার্লো মাস্টার্সে এই জুটিকে আবার দেখা যাবে। এই কথা জানিয়ে মহেশ এ দিন বলেছেন, “রোহনের সঙ্গে আমার কোর্টের বোঝাপড়াটা খুব ভাল। যে কারণে আমরা অনেক সাফল্য পেয়েছি। সেই পুরনো ছন্দটা আবার ফিরে পেতে চাই।”
|