জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেট-রসিকের স্বপ্নের দৃশ্য হাজির সোমবার! মুম্বই ইন্ডিয়ান্সের প্র্যাক্টিসে ক্রিকেট-বিশ্বের দুই মহারথী সচিন তেন্ডুলকর ও রিকি পন্টিং একসঙ্গে। শুধু তাই নয়, সচিন নিজের ব্যাট এগিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে, কখনও পরামর্শ করছেন দু’জনে। দিনভর এ রকম ছোট ছোট অনবদ্য নানা ফ্রেম ভেসে উঠল। সচিন-পান্টারের এই যুগলবন্দি দেখে কে বলবে কিছু দিন আগেও মাঠে পরস্পরের চরম প্রতিদ্বন্দ্বী ছিলেন! শুধু সচিনই নন, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক পন্টিংকে দেখা যায় হরভজন সিংহ এবং গলের মেন্টর অনিল কুম্বলের সঙ্গেও পরামর্শ করতে। দুই স্পিনার, বিশেষ করে হরভজনের সঙ্গে মাঠের পুরনো শত্রুতা তখন বেমালুম ভ্যানিশ!
|
ওয়াংখেড়েতে শাহরুখ খানের প্রবেশের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলেও তা নিয়ে উদাসীন নাইট রাইডার্স কর্তৃপক্ষ। কেকেআর সিইও বেঙ্কি মাইসোর মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এসে বলেন, “গত পাঁচ বছরে এমনিতেও শাহরুখ ওয়াংখেড়েতে খেলা দেখতে মাত্র একবার গিয়েছে।” তার পর যোগ করেন, “শাহরুখ ওয়াংখেড়েতে নিজে না থাকলেও ওর সমর্থন সবসময় থাকবে আমাদের সঙ্গে।”
|
এত দিন হাতে দেখা যেত নিজের নাম লেখা ট্যাটু। আইপিএলের ঠিক আগে আগে হাতে আরও একটা নতুন ট্যাটু জুড়লেন মনোজ তিওয়ারি। যেখানে থাকছে বাবা-মা-র নাম শ্যাম ও বীণা তিওয়ারি। হঠাৎ বাবা-মা-র নাম কেন? মনোজ বললেন, “আমার সব চেয়ে বড় অনুপ্রেরণা বাবা-মা। নাম দুটো যত বার দেখব, তত চার্জড হব।”
|
একেই বোধহয় বলে সুযোগের সদ্ব্যবহার। আইপিএল সিক্সের ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় বাজারে প্রচার বাড়াতে জন্টি রোডসকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল দক্ষিণ আফ্রিকা পর্যটনের ভারতীয় শাখা। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবং আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচের ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগাতেই ঝোপ বুঝে কোপ। জন্টি অবশ্য নতুন ভূমিকায় বেশ খুশিই। বছর পাঁচেক ধরেই ভারতীয় পর্যটকদের দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটানোর হিড়িক বেড়েছে। সেই পালে হাওয়া লাগানোর সুযোগ হাতের মুঠোয় পুরতে প্রস্তুত কিংবদন্তি ফিল্ডার।
|
দ্রাবিড় রাজনীতির ছায়া তাঁরা আইপিএলে পড়তে দেবেন না। সাফ বুঝিয়ে দিলেন কুমার সঙ্গকারা। আইপিএলে খেলা শ্রীলঙ্কান ক্রিকেটারদের তরফে প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক বলেছেন, “ভারত মানে তো শুধু চেন্নাই বা তামিলনাড়ু নয়। একটা রাজ্য বাদ দিলে এই দেশের বাকি সর্বত্র শ্রীলঙ্কার ক্রিকেটারদের ভালবাসায় ভরিয়ে দেওয়া হয়। আমাদের চেন্নাইয়ে খেলতে দেওয়া হচ্ছে না। |