দক্ষিণেশ্বর থেকে নৌকায় কালীঘাট
নিজস্ব সংবাদদাতা |
জলপথে দক্ষিণেশ্বরের সঙ্গে কালীঘাটের সরাসরি সংযোগ ঘটানোর কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার। ওই দুই তীর্থ ক্ষেত্রের মধ্যে সংযোগকারী জলপথ পরিবহণ ব্যবস্থা চালু করতে খিদিরপুর থেকে কালীঘাটের মন্দির পর্যন্ত আদিগঙ্গার সংস্কারের কাজ দ্রুত শুরু করতে চাইছে রাজ্যের সেচ ও জলপথ দফতর। এই বিষয়ে সোমবার মহাকরণে সেচ ও জলপথ, নগরোন্নয়ন এবং কলকাতা পুর-কর্তৃপক্ষের দীর্ঘ বৈঠক হয়।বৈঠক শেষে সেচ ও জলপথমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, আদিগঙ্গায় জল প্রবাহের যা অবস্থা, তাতে সেখানে লঞ্চ চালানো এখনই সম্ভব হবে না। তাই নৌকায় যাতায়াতের কথা ভেবেই কাজে হাত দেওয়া হচ্ছে। এ দিনের বৈঠকে আরও স্থির হয়েছে, আগামী বর্ষার আগেই মহানগরীর চার পাশ ঘিরে থাকা সমস্ত নিকাশি খালের সংস্কারের কাজে হাত লাগানো হবে। একই সঙ্গে হাওড়া এবং উত্তর ২৪ পরগনা জেলার কিছু খালের সংস্কার হবে। বৈঠকে উপস্থিত ছিলেন সেচ ও জলপথ দফতরের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং ওই দুই সরকারি দফতর এবং পুরসভার সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকেরা।
|
উল্টোডাঙা উড়ালপুলের ভাঙা অংশ পরীক্ষা |
উল্টোডাঙা উড়ালপুলের ভেঙে পড়া ‘গার্ডার’ যে দু’টি স্তম্ভের উপরে ছিল, সোমবার সেগুলির ধারণক্ষমতা পরীক্ষা করে দেখা হল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তীর নেতৃত্বে একটি দল এ দিন ঘটনাস্থলে যায়। ক্রেনের সাহায্যে স্তম্ভের উপরে উঠে বিশেষজ্ঞেরা প্রায় ঘণ্টা তিনেক পরীক্ষা-নিরীক্ষা চালান। পরীক্ষা করা হয় সেতুর অন্যান্য অংশের বল-বেয়ারিংও। দীপঙ্করবাবু জানিয়েছেন, সেতুর ভাঙা অংশ থেকে সংগৃহীত নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষা করে কিছু দিনের মধ্যেই ফলাফল জানানো হবে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, খালের জলে পড়ে যাওয়া গার্ডারটি ভেঙে সরানো হবে। কেন্দ্রের এক সংস্থা এই কাজ করবে। অংশটি নতুন করে তৈরির জন্য দরপত্র ডাকা হয়েছে। যে সংস্থা এই কাজ করবে, তারাই নকশা তৈরি করবে।
|
মুনাফা বাড়ছে সরস্বতী প্রেসে |
আধুনিকীকরণের পরে সরস্বতী প্রেসে লাভের পরিমাণ বেড়েছে বলে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি। সোমবার মহাকরণে তিনি জানান, রাজ্য সরকারের অধীন ওই প্রেস ২০১২-’১৩ আর্থিক বছরে ১৪ কোটি ৩২ লক্ষ (কর-পূর্ববর্তী মুনাফা) এবং খনিজ উন্নয়ন নিগম ১১ কোটি টাকা মুনাফা করেছে। পার্থবাবু বলেন, “সরস্বতী প্রেস লাভের অংশ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩৫ লক্ষ টাকা দান করেছে এবং এক কোটি ১০ লক্ষ টাকা ডিভিডেন্ড দিয়েছে।” মন্ত্রী জানান, সরকারের অধীন বিজি প্রেসও যাতে লাভের মুখ দেখে, তার জন্য পরিকল্পনা শুরু করেছে সরকার। কাল, বুধবার সরকারের অধীন সংস্থাগুলির ম্যানেজিং ডিরেক্টরদের বৈঠক ডেকেছেন মন্ত্রী।
পুরনো খবর: ব্যবসা বাড়াতে জমি চায় সরস্বতী প্রেস |
রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। সোমবার, নিউ আলিপুর থেকে। পুলিশ জানায়, মৃত শচীন সিংহের বাড়ি বিহারে। তিনি লরির খালাসির কাজ করতেন। তাঁর ডান হাত ও মাথার ডান দিকে আঘাত রয়েছে। পুলিশের অনুমান, বালি বোঝাই লরির ধাক্কাতেই শচীনের মৃত্যু হয়েছে। রাত পর্যন্ত ঘাতক লরির সন্ধান মেলেনি। খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। এ দিনই খড়দহে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম তন্দ্রা ঘোষ (৫৪)। পুলিশ জানায়, দুপুরে বাথরুমে ঢোকেন তিনি। সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখে সন্দেহ হয় বাড়ির লোকের। দরজা ভেঙে উদ্ধার হয় বধূর দগ্ধ দেহ। মৃতার স্বামী বাদল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।
|
গাড়িতে অশোকস্তম্ভ, অভিযুক্ত মীরা |
রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে সরকারি গাড়িতে অশোকস্তম্ভ ব্যবহার করায় সোমবার রাতে শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কমল দে নামে এক আইনজীবী। কলকাতার পুলিশের এক কর্তা বলেন, “অভিযোগটি ফৌজদারি অপরাধের আওতায় পড়ে না। তাই এখনই তদন্ত করা হবে না। বিষয়টি কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করব। আদালত নির্দেশ দিলে তদন্ত শুরু করবে পুলিশ।”
|
কলেজের শিক্ষকদের একটি হাজিরা খাতা চুরির অভিযোগের মামলায় আগাম জামিন নিলেন মিল্লি আল আমিনের তিন স্থায়ী শিক্ষিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়, প্রবীণ কৌর ও জারিনা খাতুন। সোমবার কলকাতা হাইকোর্টে তাঁদের জামিন মঞ্জুর হয়েছে বলে জানান বৈশাখীদেবী। তিনি বলেন, “কলেজ থেকে আমাদেরই হাজিরা খাতা আমরা চুরি করেছি বলে রক্ষী একটি মামলা দায়ের করেছিলেন। এই মামলায় আমরা আগাম জামিনের আবেদন জানিয়েছিলাম।” |