গত অর্থবর্ষের শেষ মাসটিও ভাল গেল না অধিকাংশ গাড়ি সংস্থারই। এই সময়ে দেশে টাটা মোটরস, হুন্ডাই, জেনারেল মোটরস, হোন্ডা, ফোর্ড ইত্যাদি সংস্থার যাত্রী গাড়ি বিক্রি কমেছে। তবে এর মধ্যেই বিক্রি বাড়িয়েছে টয়োটা কির্লোস্কর এবং মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা।
২০১২-’১৩ অর্থবর্ষ জুড়ে জ্বালানির চড়া দাম ও সুদের হার বেশি থাকায় সাধারণ মানুষ গাড়ি সম্পর্কে খোঁজ-খবর নিলেও, এখনই তা বুক করার পথে খুব একটা পা বাড়াননি। যে কারণে বিক্রি কমেছে বলে জানিয়েছেন হুন্ডাইয়ের ভাইস প্রেসিডেন্ট রাকেশ শ্রীবাস্তব। আগামী দিনেও বাজার বাড়া নিয়ে খুব একটা আশাবাদী নন টয়োটা কির্লোস্করের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং সিওও সন্দীপ সিংহ।
মার্চে দেশে টাটা মোটরসের যাত্রী গাড়ি বিক্রি ৬৬.৬২% কমে হয়েছে ১২,৩৪৭টি। হুন্ডাইয়ের বিক্রিও প্রায় সাড়ে ১৩% কমে দাঁড়িয়েছে ৩৩,৮৫৮টিতে। জেনারেল মোটরস, হোন্ডা কারস এবং ফোর্ডের বিক্রি কমেছে যথাক্রমে ১৪.৯৪%, ৮.৮২% ও ৪১.৬১%। জেনারেল মোটরস কর্তা পি বলেন্দ্রন জানান, বিভিন্ন প্রকল্প ঘোষণা করেও ক্রেতা টানা সম্ভব হয়নি। এ জন্য মূলত দেশের আর্থিক পরিস্থিতিকেই দায়ী করেছেন তিনি। তবে বাজেটে এপ্রিল থেকে শুল্ক বাড়ার ঘোষণা কিছুটা হলেও মার্চে বিক্রি বাড়াতে সাহায্য করেছে বলে জানিয়েছে টয়োটা। তাদের বিক্রি বেড়েছে প্রায় ৭%। আর জাইলো, স্করপিও, এক্সইউভি ৫০০ ইত্যাদি বড় গাড়ির হাত ধরে মহীন্দ্রার বিক্রি বেড়েছে ১২.৫৭%।
এ দিকে, দ্বিচক্রযানের ক্ষেত্রে মিশ্র প্রভাব দেখা গিয়েছে। হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার এবং ইন্ডিয়া ইয়ামাহার বিক্রি বেড়েছে। আর কমেছে টিভিএস এবং হিরো মোটো কর্পের। |