সাধারণ ভাবে শিল্পোৎপাদন কমার আশঙ্কা বাড়িয়ে পরিকাঠামো ক্ষেত্রে উৎপাদন ফেব্রুয়ারিতে সরাসরি কমলো ২.৫ শতাংশ। পরিকাঠামো ক্ষেত্রের আটটি শিল্পে উৎপাদন ২০১২-’১৩ অর্থবর্ষে এর আগে কমেনি বলে সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে। জানুয়ারিতে তা বেড়েছিল ৩.১ শতাংশ। ২০১২-র ফেব্রুয়ারিতে উৎপাদন বেড়েছিল ৭.৭ শতাংশ।
পরিকাঠামো শিল্পে উৎপাদন কমায় অশনি সঙ্কেত দেখছে শিল্পমহল। কারণ সার্বিক শিল্পোৎপাদনের হার হিসাবের ক্ষেত্রে পরিকাঠামো শিল্পের গুরুত্ব প্রায় ৩৮ শতাংশ। ফেব্রুয়ারিতে পরিকাঠামো শিল্পে উৎপাদন কমেছে মূলত প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ২০ শতাংশেরও বেশি কমে যাওয়ার জেরে। এর পরেই উৎপাদন কমেছে কয়লার (৮ শতাংশ), বিদ্যুৎ উৎপাদন (৪.১%), অশোধিত তেল (৪%), সার (৪ শতাংশ)। সিমেন্ট, ইস্পাত, পরিশোধিত পেট্রোপণ্যের উৎপাদন বেড়েছে। তবে ফেব্রুয়ারিতে পরিকাঠামো শিল্পে উৎপাদন কমার জেরে ২০১২-’১৩ অর্থবর্ষের ১১ মাসে এই ক্ষেত্রে বৃদ্ধির হার আগের বছরের ৫.২% থেকে কমে হয়েছে ২.৬ শতাংশ।
|
লাইসেন্স পুনর্নবীকরণ নিয়ে টেলিকম দফতর (ডট)-এর বক্তব্য খারিজ করে তাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলল ভোডাফোন। সংস্থার দাবি, ডটের যুক্তি নিয়ম-বিরুদ্ধ, অনৈতিক ও অযৌক্তিক। ভোডাফোনের বক্তব্য, ডট ২০১২-র জাতীয় টেলিকম নীতি ও লাইসেন্স সংক্রান্ত ৪.১ ধারার ভুল ব্যাখ্যা করছে। ভোডাফোন ১৯৯৯-এর নীতির আওতায় পড়ে। ২০১২-র নীতি তাদের ক্ষেত্রেও কার্যকর হবে, এমনটা বলা নেই। সংস্থা জানিয়েছে, কখনওই তারা দাবি করেনি, বিনামূল্যে তারা লাইসেন্স পুনর্নবীকরণ করতে চায়। বরং সংস্থার অভিযোগ, নয়া শর্ত ও স্বচ্ছ দাম স্থির করতে বারবার ডটের কাছে আবেদন করেও সাড়া মেলেনি। তাই সব কিছু ফের খতিয়ে দেখতে ডটের কাছে আর্জি জানিয়েছে তারা।
|
গাড়ির দাম ১০,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করল হোন্ডা কারস এবং হুন্ডাই মোটরস। এখন থেকে গাড়িতে বাধ্যতামূলক ভাবে দূষণের পরিমাণ জানার যন্ত্র লাগাতে হবে। সে খরচ বাড়ার কারণেই দাম বাড়াচ্ছে সংস্থাগুলি। হোন্ডা গাড়ির দাম বাড়ছে ১ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। আর হুন্ডাইয়ের ক্ষেত্রে বৃদ্ধি ৫৭৫ থেকে ২,৮৩০ টাকা।
|
মারুতি- সুজুকিতে নিজেদের অংশীদারি বাড়াল সুজুকি মোটর। নিজেদের ইঞ্জিন এবং ট্রান্সমিশন সংস্থা সুজুকি পাওয়ারট্রেনকে মারুতি সুজুকির সঙ্গে মিশিয়ে নিয়েছে তারা। যে কারণে ভারতীয় সংস্থাটিতে তাদের অংশীদারি বেড়ে দাঁড়িয়েছে ৫৬.২১ শতাংশে। |