পেট্রোল, ভর্তুকিহীন এলপিজির দাম কমলো
ড়া বাজারে সামান্য স্বস্তি। দাম কমছে পেট্রোল, ভর্তুকিহীন রান্নার গ্যাস (এলপিজি) ও বিমানের জ্বালানির। আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম কমার সুফল গ্রাহকদের কাছে পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত, জানিয়েছে তেল সংস্থাগুলি। মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
পেট্রোলের দাম বিনিয়ন্ত্রণের পর কেন্দ্র জানিয়েছিল, দেশের বাজারে পেট্রোপণ্যের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সাযুজ্য রেখেই স্থির করা হবে। ইন্ডিয়ান অয়েল (আইওসি) সোমবার জানিয়েছে, বিশ্ব বাজারে ব্যারেল পিছু পেট্রোলের দাম ১২২.৭৪ ডলার থেকে কমে হয়েছে ১১৯.২৩। সামান্য কমেছে টাকা-মার্কিন ডলারের বিনিময় মূল্যও। সেই সূত্রেই দেশে পেট্রোলের দাম কমলো লিটার পিছু ৮৫ পয়সা। তবে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিক্রয়কর আলাদা। সেই হিসেব ধরে পেট্রোলের দাম কলকাতায় সব মিলিয়ে ১.০৭ টাকা কমে হল ৭৪.৭২ টাকা। অন্যত্র পেট্রোলের নতুন দর এই রকম (লিটার পিছু) : দিল্লি- ৬৭.২৯ টাকা, মুম্বই- ৭৪.১৪ টাকা, চেন্নাই- ৭০.৩৪ টাকা।
হেঁসেলের খরচও সামান্য কমছে ভর্তুকিহীন রান্নার গ্যাসের (১৪.২ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডার) দাম কমার হাত ধরে। কলকাতায় এখন ওই গ্যাসের দাম ৯৩৩ টাকা। এ বার তা কমে হচ্ছে ৯২৬.৫০ টাকা। অন্য শহরে নতুন দাম হবে: দিল্লি- ৯০১.৫০ টাকা, মুম্বই- ৯১২ টাকা ও চেন্নাই- ৮৯১.৫০ টাকা। তেল সংস্থা জানিয়েছে, ইতিমধ্যেই অনেক ক্রেতা ভর্তুকির কোটা শেষ হয়ে যাওয়ায় ভর্তুকিহীন গ্যাসের জন্য আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে কেউ কেউ গ্যাস পেয়ে গেলেও অনেকে এখনও তা পাননি। সে ক্ষেত্রে আগে বুক করেও যাঁরা গ্যাস পাননি, তাঁরা আগামী কাল বা পরে যে দিনই তা পাবেন, নতুন কম দামই (অর্থাৎ, ৯২৬.৫০ টাকা) দেবেন। রান্নার গ্যাসের মতোই বাণিজ্যিক কাজে ব্যবহৃত সিলিন্ডার (১৯ কেজি)-এর দামও কমেছে। তবে রাজ্য বাজেটে ভ্যাটের হার বাড়ায় এ রাজ্যের ক্রেতারা তার সুফল পাবেন না বলেই তেল সংস্থার দাবি। আইওসি-র এক কর্তা জানান, সিলিন্ডার পিছু দাম প্রায় ১০ টাকা কমলেও ভ্যাটের হার এক শতাংশ বেড়ে যাওয়ায় সিলিন্ডার পিছু কর বাড়ছে প্রায় ১৫ টাকা। ফলে সব মিলিয়ে ক্রেতাকে ৫ টাকা বেশি দাম দিতে হবে। রাজ্যে এই সিলিন্ডারের নয়া দাম হবে ১৫৫৪ টাকা।
কমলো বিমানের জ্বালানির (এটিএফ) দামও। কলকাতায় প্রতি কিলোলিটারে এটিএফ-এর দাম ৩০৬৬ টাকা কমে মাঝরাত থেকে হল ৭৬,১৭২ টাকা। বিমান পরিচালনার খরচের ৪০ শতাংশই হল জ্বালানির খরচ। দাম কমায় আর্থিক সঙ্কটে ভোগা দেশের বিমান শিল্পের বোঝা কিছুটা লাঘব হবে বলেই আশা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.