নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
পূর্ব নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী বোলপুরে অতিরিক্ত জেলা জজ আদালতের কাজ শুরু হয়ে গেল। সোমবার বীরভূমের জেলা জজ সুরঞ্জন কুণ্ডুর উপস্থিতিতে ওই আদালতের দায়িত্ব নিলেন বিচারক মানস বসু। এ বার থেকে বিবাহের ছাড়পত্র মামলা, যানবাহন দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের মামলার মতো বিষয়গুলির জন্য বোলপুর মহকুমার বিচারপ্রার্থীদের আর সিউড়ি দৌড়তে হবে না। এ ছাড়াও একাধিক আইনি পরিষেবা থাকছে এই অতিরিক্ত জেলা জজ আদালতে।
বোলপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবকুমার দত্ত ও সম্পাদক তপনকুমার দে-র দাবি, “বিচারপ্রার্থীদের কথা মাথায় রেখে প্রায় এক দশকের বেশি সময় ধরে আমাদের সংগঠন রাজ্য সরকারের কাছে এই দাবি রেখে আসছিল। তৎকালীন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং আইন ও বিচার বিভাগের মন্ত্রী মলয় ঘটক এ নিয়ে বিশেষ উদ্যোগী হন। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সায়ে ‘অ্যাডিশন্যাল ডিস্ট্রিক্ট জজ কোর্ট’ অনুমোদন পায়।” রাজ্যপালের নির্দেশে এ দিন আনুষ্ঠানিক ভাবে ওই আদালতের পরিষেবা চালু হল। |