টুকরো খবর
যুবককে খুনের অভিযোগে গ্রেফতার ১
চুরির জিনিসপত্রের ভাগ বাঁটোয়ারাকে কেন্দ্র করে এক যুবক খুনের অভিযোগে ময়ূরেশ্বরের তাউসিয়া গ্রাম থেকে বিলাস পাল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শনিবার রাতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছিল। সোমবার ধৃতকে রামপুরহাট আদালতে হাজির করানো হলে বিচারক সাত দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ মার্চ সকালে মুরারই-চাতরা রোডে, মুরারই থানার চাতরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র লাগোয়া এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার হয়েছিল। ২৪ মার্চ পরিবারের লোকজন থানায় গিয়ে ভিডিও দেখে ওই যুবককে শনাক্ত করেন, পুলক দাস (৩৫) নামে মৃত ওই যুবকের বাড়ি নলহাটি থানার তেজহাটি গ্রামে। ওই যুবককে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান ছিল। পরে ওই যুবকের পরিবারের সঙ্গে কথা বলে একটি দুষ্কৃতী চক্রের সন্ধান পায় পুলিশ। একটি মোবাইল নম্বরের সূত্র ধরে বিলাস পালকে ধরে পুলিশ। আরও দু’জনের নাম পাওয়া গিয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ তা জানাতে চায়নি। এ দিকে, মৃতের স্ত্রী অঞ্জু দাস জানান, বহরমপুরে পুরনো বন্ধুর সঙ্গে দরকার আছে বলে ১২ মার্চ পুলক বাড়ি থেকে বের হয়েছিল। তার পরে তাঁর খোঁজ মিলছিল না।

চৈতন্যের প্রভাব নিয়ে আলোচনা
‘শ্রীচৈতন্য আদর্শ এবং ভারতীয় সংস্কৃতি’ শীর্ষক দু’ দিনের একটি জাতীয় আলোচনাসভা হল শান্তিনিকেতনে। গত শনি ও রবিবার বিশ্বভারতীর দর্শন সদনের দর্শন এবং তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগের উদ্যোগে ওই আলোচনাসভা হয়। বিভাগীয় প্রধান তথা আলোচনার সংযোজক অধ্যাপক মহম্মদ সিরাজুল ইসলাম বলেন, “দু’ দিনের জাতীয় স্তরের আলোচনায় বর্তমান যুগে শ্রীচৈতন্যের দর্শন এবং ভারতীয় সংস্কৃতিতে তাঁর প্রভাব নিয়ে আলোচনায় নানা প্রসঙ্গ উঠে আসে। আমন্ত্রিতেরা তাঁদের বক্তব্যে জানান, প্রেমের বাণী ও বিশ্ব ভ্রাতৃত্ববোধই বিশ্বশান্তি বজায় রাখার শ্রেষ্ঠ উপায়। এ ছাড়াও বক্তারা রামকৃষ্ণ, বিবেকানন্দ, রবীন্দ্রনাথের মতো মনীষীদের প্রসঙ্গ এবং চিন্তাদর্শ নিয়েও সবিস্তারে আলোকপাত করেন।” ওই আলোচনার উদ্বোধন করেন বিশ্বভারতীর ‘ডিরেক্টর অফ স্টাডিজ ফর এডুকেশনাল ইনোভেশন অ্যান্ড রুরাল রিকনস্ট্রাকশন’-এর অধ্যাপিকা সবুজকলি সেন। মুখ্য অতিথি ছিলেন কলকাতা গৌড়ীয় মিশনের সম্পাদক সন্যাসী শ্রীপদ ভক্তিসুন্দর, বিশেষ অতিথি ছিলেন বেলুর রামকৃষ্ণ মঠের আচার্য সন্যাসী সর্বপ্রিয়ানন্দ।

আত্মসমর্পণ করে জামিন অধ্যাপকের
আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন সহকর্মী অধ্যাপককে মারধরে অভিযুক্ত বিশ্বভারতীর শিল্প সদনের অধ্যাপক বিশাল ভান। সোমবার বোলপুর আদালত অভিযুক্তের জামিন মঞ্জুর করেছেন। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “বিশ্বভারতীর শিল্প সদনের অধ্যাপক রাজকুমার কোনারকে চড়-থাপ্পড় মারা, অশ্রাব্য ভাষায় গালাগালি করার অভিযোগ রয়েছে অধ্যাপক বিশাল ভান-এর বিরুদ্ধে। এ দিন বিশালবাবু বিচারকের কাছে আত্মসমর্পণ করেন। বোলপুরের এসিজেএম পীযূষ ঘোষ তাঁর জামিন আবেদন মঞ্জুর করেছেন।” গত বৃহস্পতিবার বিকেলে বিশ্বভারতীর শ্রীনিকেতনের শিল্প সদনের অধ্যাপক রাজকুমার কোনারকে তাঁরই দফতরে ঢুকে মারধর করা এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছিল বিশালবাবুর বিরুদ্ধে। এই মর্মে গত শুক্রবার বোলপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন অধ্যাপক রাজকুমার কোনার। বিশালবাবু অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

বধূকে পুড়িয়ে মারার নালিশ
গায়ে কেরোসিন ঢেলে বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও জা-এর বিরুদ্ধে। ঘটনাটি ময়ূরেশ্বর থানার ডাবুক গ্রামের। মাড়গ্রামের শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা সানোয়ার শেখের অভিযোগ করেছেন, মেয়ে সাবানা বিবিকে (২৭) শনিবার সকালে ঘরের ভিতর আটকে রেখে পুড়িয়ে মারা হয়েছে। সানোয়ার শেখের দাবি, “অতিরিক্ত পণের জন্য শ্বশুরবাড়ির লোকেরা মেয়েকে প্রায়ই মারধর করত। মাঝেমধ্যে মেয়ে আমাদের বাড়ি চলে আসত। ওই দিন আমাকে ফোনে জানানো হয়, মেয়ে অগ্নিদগ্ধ হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালে যাওয়ার সময়ে মেয়ে জানায়, স্বামী, শ্বশুর, শাশুড়ি-সহ অন্যান্যরা মিলে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।” রবিবার রামপুরহাট থেকে বর্ধমানে নিয়ে যাওয়ার পথে ওই বধূর মৃত্যু হয়। পুলিশ জানায়, অভিযুক্তরা পলাতক।

দুর্ঘটনায় মৃত্যু
মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। সোমবার দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, রামপুরহাট হাসপাতাল সংলগ্ন এলাকায়। মাড়গ্রামের বাসিন্দা আপেল শেখ নামে ৩২ বছরের ওই যুবক সাইকেলে করে হাসপাতাল পাড়ায় এক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। সেই সময় একটি বাইক তাঁকে ধাক্কা মারে। দু’জনকেই জখম হয়েছিলেন।

দেহ উদ্ধার
রেল লাইনের উপর থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে। শনিবার গভীর রাতে সিউড়ির আব্দারপুর রেলগেট সংলগ্ন এলাকার ঘটনা। রেল পুলিশ সূত্রে খূবর, মৃতার গায়ে সাদা-কালো চুরিদার ছিল। মাথার পিছনে ও পায়ে আঘাতের চিহ্ন আছে। রেল পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

বালকের মৃত্যু
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নির্মীয়মান রাস্তায় পাথর ফেলার সময় ট্রাক্টরের ধাক্কায় এক পথচারী বালকের মৃত্যু হল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নির্মল লেট (৭)। বাড়ি মাড়গ্রাম থানার মহিল্যাপাড়ায়। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে ভোল্লা-দুনিগ্রাম রাস্তায়। স্থানীয় সূত্রে খবর, নির্মল তার পিসির সঙ্গে মাঠ থেকে ফিরছিল। তখনই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা ট্রাক্টর চালককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.