যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু হল এক বৃদ্ধের। জখম হলেন ৩০ জন। মৃতের নাম রাখাল পাণ্ডে (৭০)। সোমবার ভোর তিনটে নাগাদ ঝাড়খণ্ডের দেওঘর থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পূর্বস্থলী ১ ব্লকের হেমায়েতপুর মোড়ের কাছে নয়ানজুলি খালে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বাসটিতে ৭০ জন ছিলেন। ঝাড়খণ্ডের দেওঘর থেকে আসা ওই বাসের যাত্রীরা বেড়াতে গিয়েছিলেন। তাঁরা প্রথমে পুরী যান। এরপর মায়াপুর রওনা দেন। সোমবার ভোরে দেওঘরে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। স্থানীয়রাই জখমদের নবদ্বীপের একটি হাসপাতালে ভর্তি করেন। তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
|
গোতনে কলেজ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভাষাতত্ত্ববিদ সুকুমার সেনের স্মরণে তাঁর জন্মস্থান বর্ধমানের রায়নার গোতনে স্নাতক স্তরের একটি কলেজ স্থাপন করা হবে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবটি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য পেশ করেছিল উচ্চ শিক্ষা দফতর।
|
মানব জীবনে অর্থের প্রভাব নিয়ে একটি আলোচনা সভা হয়ে গেল কালনা শহর ঘেঁষা একটি বেসরকারি স্কুলে। কালনার শিল্পপতি, ব্যবসায়ী, সাংস্কৃতিক জগতের মানুষ-সহ অনেকে যোগ দেন অনুষ্ঠানে। বক্তব্যে উঠে আসে অর্থের প্রাচুর্য কীভাবে মানুষের জীবন বদলে দেয়। স্কুলের সম্পাদক তথা শিল্পপতি তথা সুশীল মিশ্র বলেন, “জীবন যাপন ছাড়াও অর্থকে সমাজসেবায় ব্যবহার করতে হবে।” |