আগামী পঞ্চায়েত ভোটে আসন বণ্টন নিয়ে বামফ্রন্টে ‘গুরুত্ব’ না দেওয়ার অভিযোগ তুলে একা লড়ার ঘোষণা করে সমাজবাদী পার্টি। সেই ঘোষণার পর ভোটে জেলায় বাম ঐক্য ধরে রাখতে আসরে নামল সিপিএম। ফ্রন্ট সূত্রের খবর, জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকের পর সদস্য অপূর্ব পাল বলেন, “সমাজবাদী পার্টির জেলা কমিটির কাছে পঞ্চায়েত ভোটে জোটে লড়াই করার প্রস্তাব পাঠানো হয়েছে। তাঁদের আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। শক্তির বিচারে সমাজবাদী পার্টিকে আসন ছাড়তে আপত্তি নেই।” গত ১৪ মার্চ রায়গঞ্জে সাংবাদিক সম্মেলন করে পঞ্চায়েত নির্বাচনে একা লড়ার কথা ঘোষণা করেন সমাজবাদী পার্টির জেলা সভাপতি অরুণ দে। নতুন প্রস্তাবেও অবস্থানে অনড় অরুণ। তিনি বলেন, “সিপিএমের প্রস্তাব নিয়ে ভাবছি না। কর্মী সমর্থকেরা একা লড়ার পক্ষে মত দিয়েছেন। সিদ্ধান্ত থেকে সরছি না। ৮০ শতাংশ আসনে প্রার্থী দেব।” তাঁর অভিযোগ, দলীয় শক্তির বিচারে সিপিএমের কাছে ৪০ শতাংশ আসন চাওয়া হয়। সিপিএম হেমতাবাদ ব্লকে ১ শতাংশ ও রায়গঞ্জ ব্লকে ২০ শতাংশ আসন ছাড়া বাকি সাতটি ব্লকে আসন ছাড়তে চাইছে না। সিপিএম নেতা অপূর্ব বলেছেন, “আসন নিয়ে অরুণবাবুর ক্ষোভ থাকতে পারে। তাই আমরা আলোচনার কথা বলছি।” |
জাল প্রশ্ন বিক্রি
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে মালদহ জেলা জুড়ে মোটা টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের জাল প্রশ্নপত্র বিক্রির অভিযোগ ওঠে। জেলাশাসক গোদালা কিরণ কুমার বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সুপারকে বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের ধরতে বলা হয়েছে।” পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “জাল প্রশ্নপত্র হাতে পেয়েছি। যারা তা বিক্রি করে পরীক্ষার্থীদের থেকে টাকা তুলছিল তাদের ধরতে থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে ধরা যায়নি।”
|
মহিলার দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। রবিবার সকালে ইসলামপুর থানার রামকৃষ্ণপল্লি এলাকার ঘটনা। মৃতার নাম হেমা চহ্বাণ (২৪)। বাড়ি ওই এলাকাতেই বলে পুলিশ জানায়।
|
হাটে পথে টম্যাটো
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
হাটে দাম না পেয়ে টম্যাটো বাজারে ফেলে গেলেন পাইকাররা। রবিবার মালবাজার হাটে টম্যাটোর দাম ওঠে কেজি প্রতি ১ টাকায়। ক্ষুদ্ধ পাইকাররা টমেটো বাজারে ফেলেই চলে যান। |