পর্যাপ্ত গাড়ি না থাকায় বাস-ট্রেকারে ঝুঁকি নিয়ে কেন্দ্রে পৌঁছতে হয় বহু পরীক্ষার্থীকে। অনেকে বাসের ছাদে বসেও গিয়েছেন। অনেকে বেশি টাকায় গাড়ি ভাড়া করে পরীক্ষা দিতে গিয়েছেন দূরের কেন্দ্রগুলিতে। অটোয় মাত্রাতিরিক্ত পরীক্ষার্থী নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাও ঘটে। পরীক্ষাকেন্দ্রের বদলে তাদের ঠাঁই হয়েছে হাসপাতালে। বালুরঘাট থানার বাউল এলাকায় রাজ্য সড়কে পরীক্ষার্থীদের একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। গঙ্গারামপুর থেকে একটি ছোট গাড়িতে চেপে তপনের বাসিন্দারা পরীক্ষা দিতে বালুরঘাটে যাচ্ছিলেন। বাউল এলাকায় একটি ট্যাক্সিকে পাশ কাটাতে গিয়ে ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এক মহিলা-সহ ৭ জন জখম হন। বালুরঘাট হাসপাতালেই জখম সাত পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করে প্রশাসন। পরীক্ষার্থীদের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে কোচবিহারের সুটকাবাড়িতেও। |
এ দিন সন্ধ্যায় ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকের প্রায় ১০০ জন পরীক্ষার্থী রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের রায়গঞ্জের বিভিন্ন এলাকার পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার সিট পড়েছিল। অভিযোগ, দুপুর সাড়ে তিনটে থেকে প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করেও তাঁরা বাস পাননি। গাড়ি না পেয়ে দুর্ভোগে কুমারগ্রাম, আলিপুরদুয়ার-২ নম্বর ব্লকের পরীক্ষার্থীরাও। সংখ্যায় কম থাকায় অটো-রিকশা পেতে হয়রান হতে হয়। আলিপুরদুয়ার শহরের কাছে চেকো সেতুতে যানজট হওয়ায় বেশ কিছু পরীক্ষার্থী সময়মত পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেনি। তাতে কুমারগ্রাম ,শামুকতলা, বারবিশা কামাক্ষাগুড়ি থেকে আলিপুরদুয়ার, ফালাকাটা পরীক্ষা কেন্দ্রে যেতে নাকাল হতে হয়। এ দিন উত্তর দিনাজপুরের ইটাহারের ভদ্রশিলা এলাকার রাজ্য সড়কে একটি ট্রাক উল্টে যাওয়ায় দু’ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরীক্ষার্থীরা দুর্ভোগে পড়েন।
দুর্ভোগে পড়েন কোচবিহারের প্রার্থীরাও। প্রত্যন্ত এলাকায় পৌঁছতে তাদের ভরসা ছিল রিকশা ভ্যান, ভুটভুটি বা মোটর সাইকেল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার্থীর জন্য বাড়তি ৫০টি বাস চালানো হয়েছে। সমস্যা মেটাতে পর্যাপ্ত বাস চালানো হয়নি বলে পরীক্ষার্থীদের অভিযোগ। |