শতাব্দী প্রাচীন জয়ন্তী সেতুর পরিত্যক্ত কাঠামোর সংরক্ষণ চেয়ে বনমন্ত্রীর দারস্থ পর্যটন সংস্থাগুলি। ইংরেজ আমলে তৈরি সেতুটির বর্তমানে ৪টি স্তম্ভ অবশিষ্ট রয়েছে। ১৯৯৩ সালের বন্যায় সেতু ভেঙে যায়। সংস্থাগুলির দাবি ভাঙা কাঠামো ধীরে ধীরে জয়ন্তীর পরিচিতি পেয়েছে। তাই পর্যটনে গুরুত্ব চিন্তা করে সেতুর চার পাশ সংস্কার করে তা সংরক্ষণের দাবি তুলেছেন জয়ন্তীর বাসিন্দারা ও ডুয়ার্সের পর্যটন সংস্থাগুলি। বনমন্ত্রী হিতেন বর্মনএই প্রসঙ্গে বলেন, “বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তী এলাকায় প্রায় একশো বছরের পুরোনো সেতুটি নদীগর্ভে বসে যেতে শুরু করেছে। বন দফতরের হাতে সেতুর কাঠামো সংরক্ষণের মতো টাকা নেই। বিষয়টি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সঙ্গে আলোচনা করব।” |