পরীক্ষায় মাওবাদী
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
আর পাঁচ জন কর্মপ্রার্থীর পাশে বসেই বাঁকুড়ার হিন্দু স্কুলে পরীক্ষা দিলেন আত্মসমর্পণকারী মাওবাদী স্কোয়াড সদস্য মালিনী হাঁসদা। ২০১১ সালে আত্মসমর্পণের পরে মালিনী সম্প্রতি হোমগার্ডে চাকরি পান। তাঁর বিরুদ্ধে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “মালিনী পরীক্ষা দিতে চেয়েছিলেন। আমরা ব্যবস্থা করে দিয়েছি।”
|
এক হাতে ত্রিপল
নিজস্ব সংবাদদাতা • ছাতনা |
ঠাঁই হয়নি ক্লাস ঘরে। তাই ছাতনার ভগবানপুর উচ্চবিদ্যালয়ে প্যান্ডেলের নীচে বসে পরীক্ষা দিলেন ১৩৯ জন। মেজিয়ার নাগরডাঙা থেকে পরীক্ষা দিতে আসা স্মরণ বন্দ্যোপাধ্যায় বলেন, “বাঁশের সঙ্গে বাঁধা না থাকায় ত্রিপলের একটি অংশ উড়ে এসে মুখে লাগছিল। তাই এক হাতে ত্রিপল ধরলাম, অন্য হাতে পরীক্ষা দিলাম।” |