তোলা না পেয়ে এক ব্যবসায়ীর দোকানে ঢুকে লুঠপাট ও গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের একজন বাংলাদেশি বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে সন্দেশখালি থানার রামপুর বাগদিপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে ওই দুষ্কৃতীদের ধরে পুলিশ। তাদের নাম শেখ মনিরুল ওরফে হাতকাটা হিরো, মিলন গাজি ও সন্দীপন মণ্ডল ওরফে কিং। তাদের জেরা করে স্বরূপনগরের তেঁতুলিয়া খালধার থেকে ভরত মণ্ডল, সত্যশঙ্কর মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে গুলিভর্তি একটি রিভলভার, ২১ কেজি গাঁজা, সোনা-রুপোর অলঙ্কার ও কয়েক হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “ধৃতদের বিরুদ্ধে ডাকাতি, তোলাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। স্বরূপনগরের ভাদুড়িয়া গ্রামে এক ব্যবসায়ীকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ভাদুড়িয়া গ্রামে বাড়ির কাছেই সার ও রেশনের দোকান শুভেন্দুবাবুর। গত কয়েকদিন ধরে মোবাইল ফোনে তাঁর কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করছিল দুষ্কৃতীরা। বুধবার রাতে মোটর সাইকেলে করে তাঁর দোকানে আসে শেখ মনিরুল, মিলন ও সন্দীপন। ফোন করা সত্ত্বেও কেন টাকা দেওয়া হয়নি তা জানতে চেয়ে দোকানের ক্যাশ বাক্স থেকে কয়েক হাজার টাকা হাতিয়ে নেয়। শুভেন্দুবাব বাধা দিলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় তারা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেওয়ালে লাগে। এর পর দুষ্কৃতীরা পালিয়ে যায়। শুভেন্দুবাবুর মোবাইল থেকে দুষ্কৃতীদের গতিবিধি জানতে পারে পুলিশ।
পুলিশ জানায়, বাংলাদেশ থেকে আসা শেখ মনিরুল ও সন্দীপনের তোলাবাজির দাপটে অতিষ্ট হয়ে উঠেছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। যখন তখন ফোনে টাকা চেয়ে হুমকি দেওয়া হত। টাকা না দিলে হামলা চালিয়ে সহজেই তারা বাংলাদেশে ফিরে যেত। ফলে পুলিশের পক্ষে তাদের ধরা সম্ভব হচ্ছিল না।
শুভেন্দুবাবুর উপরে এ ধরনের হামলায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, দুষ্কৃতীরা প্রায়ই তাঁদের হুমকি দিয়ে তোলা আদায় করছে। প্রতিবাদ করলে কিংবা পুলিশকে জানালে মারধর ও খুনের হুমকিও দেওয়া হচ্ছে।
অন্য একটি ঘটনায় শনিবার রাতে হাড়োয়ার মোহনপুর কালীবাড়ি এলাকায় থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় মোহনপুর গ্রামের বাসিন্দা সুব্রত পাত্র নামে ওই দুষ্কৃতীর কাছে একটি গুলিভর্তি রিভলবারও পেয়েছে পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে কিছু দুষ্কৃতী জনো হয়েছে খবর পেয়ে অভিযান চালিয়ে সুব্রতকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। |