প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চরম অব্যবস্থা। বহু জায়গায় নির্ধারিত সময়ের অনেক পরে পরীক্ষা শুরু হল। বহরমপুরে রাস্তায় যানজটে আটকে থাকায় বহু পরীক্ষার্থী ডোমকলের গড়াইমারি হাইস্কুলে ঠিক সময়ে পৌঁছাতে পারেনি। সেই কারণে প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রীর জন্য দুপুর ২টো ৫০ থেকে পরীক্ষা নেওয়া শুরু হয়। ইসলামপুর থানার কালিকাপুর হাইস্কুলেও দেরিতে শুরু হয় পরীক্ষা। ইসলামপুরেরই এসেরপাড়া হাইস্কুলে অভিযোগ, দুপুর ১টা ৫০ নাগাদ দেরিতে আসা পরীক্ষাথীদের প্রশ্ন দিয়ে ২টোর সময়ই খাতা নিয়ে নেওয়া হয়। এই অভিযোগে স্কুলের সামনে ধর্নায় বসে পরীক্ষার্থীরা। যদিও সন্ধ্যা ছ’টা নাগাদ কোনও আশ্বাস না পেয়ে ধর্না থেকে উঠে যায় তারা।
|
শিক্ষকদের টিফিন
নিজস্ব সংবাদদাতা • রেজিনগর |
শিক্ষকেরা টিফিন করতে ব্যস্ত। তাই রেজিনগরের দুপুকুরিয়া হাই স্কুলে দ্বিতীয়ার্ধে নির্ধারিত দুপুর দু’টোয় পরীক্ষা শুরু হল না। পরিবর্তে জনা চল্লিশেক চাকরিপ্রার্থীকে পরীক্ষা দিতে হল বিকেল ৩টে থেকে। চলল ৪টে পর্যন্ত। ওই পরীক্ষাকেন্দ্রের ইনচার্জ অনিমেশ মাইতি বলেন, “স্কুলের শিক্ষকদের অসহযোগিতার জন্যই শুরু করা যায়নি নির্ধারিত সময়ে পরীক্ষা।”
|
জখম পরীক্ষার্থী
নিজস্ব সংবাদদাতা • রেজিনগর |
পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল পরীক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কে রেজিনগরের মরাদিঘি এলাকায় একটি টাটা সুমো ধাক্কা মারে রিকশা ভ্যানকে। রিকশা ভ্যান চালক ও টাটা সুমোয় থাকা পাঁচ জন পরীক্ষার্থী আহত হন। যদিও চোট গুরুতর না হওয়ায় তারা পরীক্ষা দিতে পেরেছেন। পুলিশ গাড়িটিকে আটক করলেও চালক পলাতক।
|
বদল পরীক্ষাকেন্দ্র
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
নদিয়ায় যেমন বেলপুকুর হাইস্কুলের যাদের ‘সিট’ পড়েছিল, শেষ মুহূর্তে তাঁদের পরীক্ষা কেন্দ্র সরিয়ে তাহেরপুরের সুরভী স্থান ভুবনমোহিনী গার্লস হাইস্কুলে করা হয়। ওই পরীক্ষা কেন্দ্রের ৯ জন পরীক্ষার্থী তা জানতে না পেরে বেলপুকুর হাইস্কুলে আসেন পরীক্ষা দিতে। নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে না পারা দু’জনকে বেলপুকুর স্কুলের ‘বাফার সেন্টারে’ পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।
|
অনুপস্থিত অনেকে
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বহরমপুরের শ্রীগুরু পাঠশালায় ৬০০ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩২৪ জন। তার মধ্যে উল্লেখয্যগ্য ভাবে অনুপস্থিত ছিলেন ২৭৭৪৮-২৮০০০ নম্বর সিরিয়ালের ২৫২ জন আবেদনকারী। |